ঢাকার শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে আদি জামদানি প্রদর্শনী। ‘অনন্য বয়নে জামদানি উৎসব’ নামের এ আয়োজনে আছে আদি নকশায় বোনা শাড়ি, নকশার নমুনা, প্রাকৃতিক রংয়ের উপকরণ। প্রদর্শনীতে শাড়ির পাশাপাশি জামদানির কাজ করা জামা, পাঞ্জাবি, ব্যাগসহ অনেক কিছু মিলছে।
Published : 24 Jul 2023, 08:16 PM