উৎসবের হাতছানিতে কর্মমুখর জামদানিপল্লি
রোজা আসতে এখনও মাস তিনেক দেরি; ঈদ উৎসবের কেনাকাটার শুরুটাও হয় তখন। এজন্য আগেভাগে প্রস্তুতি শুরু হয়ে গেছে জামদানিপল্লিতে, বেড়েছে তাঁতীদের ব্যাস্ততা। চারিদিকে কর্মমুখর এক পরিবেশ। বুনন শৈলীর কারণে নারায়ণগঞ্জের রূপগঞ্জের এ পল্লির জামদানি শাড়ির সুনাম দেশজুড়ে। উৎসব-পার্বণে বিদেশেও রপ্তানি হয়।