রাজধানীর রমনা পার্কের ‘শিশু কর্নারে’ রয়েছে সাধারণ কিছু রাইড। হাতেগোনা সেসব রাইডের অধিকাংশই আবার মাঝেমাঝে দখল করে রাখেন বড়রা। তখন শিশুদের নিয়ে বিপাকে পড়তে হয় অভিভাবকদের। বড়দের এমন অবিবেচকের মতো কর্মকাণ্ডে বেহাল হয়ে পড়েছে কিছু রাইড।
Published : 31 Jan 2024, 06:06 PM