নারী সংস্কার কমিশন বাতিলসহ চার দাবিতে শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করেছে হেফাজতে ইসলাম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সংগঠনটির নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। সেখান থেকে আগামী ২৩ মে জুমার পর দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম।