বাংলা নতুন বছর ১৪৩২ বরণ করে নিতে দিন ভর নানা আনুষ্ঠানিকতা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। শাড়ি-পাঞ্জাবি ছাড়াও রঙিন সাজপোশাকে এদিন ব্যাপক লোকসমাগম হয় চারুকলায়। বর্ষবরণের উৎসব-আমেজে যোগ দেন ছোট-বড় সকলেই।