বন্যার পানির তীব্র চাপে নোয়াখালীর কোম্পানিগঞ্জের ‘মুছাপুর ক্লোজার’ স্লুইসগেইট ভেঙে গেছে। বঙ্গোপসাগর ও ফেনী নদীর মোহনায় অবস্থিত স্লুইসগেইটটি ভেসে যাওয়ার কারণে দুই পাড়ের দুই উপজেলার মানুষের জীবন ঝুঁকিতে পড়েছে। এতে ভেসে যেতে পারে চরাঞ্চলের মানুষের হাজার কোটি টাকার মাছ ও ফসল।
Published : 28 Aug 2024, 11:45 AM