ফাগুনের শুরতেই গ্রীষ্মের রসালো ফল তরমুজের দেখা মিলছে। এবার আবহাওয়া অনুকূলে থাকায় সিলেটের জাফলং ও গোয়াইনঘাট উপজেলায় ব্যাপক ফলন হয়েছে তরমুজের। তাই বাজারে আগেই চলে এসছে সিলেটের তরমুজ। আকার ভেদে একশ তরমুজ বিক্রি হচ্ছে ২ থেকে ৩৫ হাজার টাকায়।
Published : 24 Feb 2025, 01:05 PM