২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
দেশের দক্ষিণের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন বিভিন্ন নৌযানে পুরান ঢাকার ওয়াইজঘাটে আসছে বিপুল তরমুজ, যা পাইকারি দরে কিনছেন খুচরা বিক্রেতারা। মার্চের গরম আর রোজার মধ্যে তরমুজের চাহিদা থাকাও খুচরা বাজারে দামও যাচ্ছে বেশ।
ফাগুনের শুরতেই গ্রীষ্মের রসালো ফল তরমুজের দেখা মিলছে। এবার আবহাওয়া অনুকূলে থাকায় সিলেটের জাফলং ও গোয়াইনঘাট উপজেলায় ব্যাপক ফলন হয়েছে তরমুজের। তাই বাজারে আগেই চলে এসছে সিলেটের তরমুজ। আকার ভেদে একশ তরমুজ বিক্রি হচ্ছে ২ থেকে ৩৫ হাজার টাকায়।