মাথায় ফুলের রিং, পরনে বাসন্তী রঙের শাড়ি, হাতে বই সোমবার অমর একুশে বইমেলার স্টলে স্টলে নারীদের দেখা মিলল বর্ণিল সাজে। ফাল্গুন আসতে এক দিন বাকি; তবে পঞ্জিকার পাতা বাধা হতে পারেনি ঋতুরাজ বসন্তের আগাম বরণে। বাসন্তী সাজে মেলায় আসা নারী-পুরুষের সঙ্গে নজর কেড়েছিল শিশুরাও।
Published : 13 Feb 2023, 08:42 PM