আগের কয়েক দিনের মতো শ্রাবণের শেষ দিনেও থেমে থেমে বৃষ্টি ঝরছে নগরে। মঙ্গলবার সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন; দুপুরের পর থেকে হচ্ছে বৃষ্টি। কখনও মুষলধারে কখনও ঝিরঝির বৃষ্টিতে রাস্তায় চলাচলকারী মানুষজন ভিজেছেন। এরমধ্যেই কেউ ছাতা মাথায়, কেউবা পলিথিন মুড়িয়ে পাড়ি দিয়েছেন গন্তব্যে।
Published : 15 Aug 2023, 08:22 PM