ওয়াল্টন-ক্র্যাব ক্রীড়া উৎসবে সেরা বিডিনিউজ টোয়েন্টিফোরের কামাল

‘মাদককে বয়কট করুন, খেলাধুলায় সুস্থ জীবন গড়ুন’ স্লোগান নিয়ে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) আয়োজনে ও ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ‘ওয়ালটন-ক্র্যাব ক্রীড়া উৎসব-২০২০’ শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Jan 2021, 02:32 PM
Updated : 5 Jan 2021, 02:32 PM

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক কামাল হোসেন তালুকদার এবারের আয়োজনে সেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন।

দাবায় চ্যাম্পিয়ন ছাড়াও কামাল ম্যারাথনে দ্বিতীয়, ব্যাডমিন্টনে রানারআপ, ক্যারাম একক ও দ্বৈতে দ্বিতীয় ও কলব্রিজে রানারআপ হন। ফুটবলে কামালের দল এভারগ্রিন রানারআপ হয়।

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগর-রুনি মিলনায়তনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি ছিলেন ওয়াল্টন গ্রুপের নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)।

ক্র্যাব সভাপতি আবুল খয়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মশিউর রহমান খান।

গত ২ নভেম্বর দাবা খেলার মাধ্যমে ওয়ালটন-ক্র্যাব ক্রীড়া উৎসব উদ্বোধন হয়েছিল।

করোনাভাইরাস সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি ও যথাযথ সামাজিক দূরত্ব মেনে এবারের ক্রীড়া উৎসবে সাতটি ইভেন্টে ক্র্যাবের সদস্যরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।