করোনাভাইরাস সংক্রান্ত সব তথ্য একসঙ্গে দেবে ডয়চে ভেলে

এশিয়ায় করোনাভাইরাস সংক্রান্ত সব তথ্য এক প্ল্যাটফর্ম থেকে জানাতে ‘করোনা কম্পেক্ট’ নামে একটি তথ্যসেবা চালু করেছে ডয়চে ভেলে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2020, 03:30 PM
Updated : 13 August 2020, 03:30 PM

বৃহস্পতিবার ডয়চে ভেলে বাংলা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এশিয়ায় করোনাভাইরাসের সংক্রমণের হার, এর অর্থনৈতিক প্রভাব ও এ বিষয়ক বৈজ্ঞানিক প্রচেষ্টার সঠিক ও সর্বশেষ তথ্য একটি প্ল্যাটফর্ম থেকে পাঠকের কাছে তুলে ধরতে তথ্য সেবা চালু করা হয়েছে।  

গুজবরোধসহ জনগণের কাছে সঠিক তথ্য তুলে ধরতে এই সেবাটি কাজে আসবে বলে আশা করছে ডয়চে ভেলে।

এই সেবা পেতে https://p.dw.com/p/3aUu7 লিঙ্কে গিয়ে নাম ও ই-মেইল অ্যাড্রেস দিতে হবে। তখন ই-মেইলে একটি কনফার্মেশন নোটিফিকেশন পাঠানো হবে। ই-মেইল খুলে কনফার্ম করলে নিয়মিত এই তথ্য সেবা পাওয়া যাবে।