বিবিসির নতুন প্রধান টিম ডেভি
নিউজ ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Jun 2020 06:36 PM BdST Updated: 05 Jun 2020 06:36 PM BdST
যুক্তরাজ্যের সরকারি সম্প্রচারমাধ্যম বিবিসির নতুন মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন টিম ডেভি।
বিবিসি স্টুডিওজের প্রধান নির্বাহী ডেভি এতদিন বিবিসির আন্তর্জাতিক ব্র্যান্ড ডেভেলপমেন্ট এবং সম্পাদকীয় কৌশল নির্ধারণের দায়িত্বও পালন করে আসছিলেন। সেপ্টেম্বরের শুরুতে তিনি নতুন দায়িত্ব বুঝে নেবেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ব্রিটেনের সম্প্রচার জগতে সবচেয়ে সম্মানজনক এই পদে টনি হলের স্থলাভিষিক্ত হচ্ছেন ডেভি। অবশ্য এর আগে ২০১২ সালেও কিছুদিন তিনি ভারপ্রাপ্ত মহাপরিচালক ছিলেন।
বিবিসি লিখেছে, লাইসেন্স ফির ভবিষ্যৎ নিয়ে সরকারের সঙ্গে দেনদরবার হবে টিম ডেভির অগ্রাধিকারের বিষয়গুলের অন্যতম।
ব্রিটেনে টেলিভিশন লাইসেন্সের বর্তমান নিয়ম বহাল থাকবে ২০২৭ সাল পর্যন্ত। তবে ২০২২ সালের পর সরকারি এই গণমাধ্যম কী পরিমাণ তহবিল পাবে তা এখনই সরকারের পর্যালোচনা করার কথা।
ডেভি বলেন, “যুক্তরাজ্যের জন্য এটা একটা কঠিন সময়। বিবিসি মানুষের কাছে কতটা গুরুত্বপূর্ণ, গত কয়েক মাসে তা আরও স্পষ্ট হয়েছে।
“আর কখনোই আমাদের কাজ এত বেশি সময়োপযোগী, গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় হয়ে দেখা দেয়নি। সর্বোচ্চ মান বজায় রেখে পক্ষপাতহীন কনটেন্ট প্রকাশে আমি প্রতিশ্রুতিবদ্ধ।”
নারী ও পুরুষ কর্মীদের মজুরি বৈষম্য, রাজনৈতিক পক্ষপাতদুষ্টতা এবং পেনশনারদের ফ্রি টিভি লাইসেন্স বন্ধের বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে অসন্তোষের মধ্যে টালমাটাল এক সময়ে গত ২০ জানুয়ারি বিবিসির মহাপরিচালকের পদ ছাড়ার ঘোষণা দেন লর্ড টনি হল।
সাত বছর আগে ভারপ্রাপ্ত মহাপরিচালক টিম ডেভির কাছ থেকেই দায়িত্ব বুঝি নিয়েছিলেন বিবিসির বার্তা বিভাগের সাবেক পরিচালক ও রয়েল অপেরা হাউজের প্রধান নির্বাহী হল।
তার আগের মহাপরিচালক জর্জ এনটুইসেলকে দায়িত্ব নেওয়ার মাত্র ৫৮ দিনের মাথায় পদত্যাগ করতে হয়েছিল যুক্তরাজ্যের এক জ্যেষ্ঠ রাজনীতিবিদকে ভুল করে শিশু নিপীড়নকারীর তকমা দিয়ে সংবাদ পরিবেশনের দায় নিয়ে। তখনই ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব পেয়েছিলেন ডেভি।
বিবিসি লিখেছে, মহাপরিচালক হিসেবে ডেভি বছরে পাবেন ৫ লাখ ২৫ হাজার পাউন্ড, যা লর্ড হলের চেয়ে ৭৫ হাজার ডলার বেশি। অবশ্য বিবিসি স্টুডিওজের প্রধান নির্বাহী হিসেবে যা পান তা থেকে ৭৫ হাজার ডলার কমে যাবে তার আয়।
-
প্রতিবেদন মুছতে চাপদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান সতিকসাসের
-
বিডিনিউজের উপর চাপ স্বাধীন সংবাদমাধ্যমের জন্য হুমকি: ডুজা
-
বিডিনিউজ টোয়েন্টিফোরকে ‘অনৈতিক’ চাপ প্রয়োগের প্রতিবাদ বিজেএসসির
-
প্রতিবেদন সরাতে চাপ গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ: বাগেরহাট প্রেসক্লাব
-
‘টেলিভিশন মালিকরা সম্পাদকীয় দায়িত্বে থাকলে এমনই হবে’
-
ডেভিড বার্গম্যানের ‘সমস্যা কোথায়’, বললেন তৌফিক ইমরোজ খালিদী
-
মহামারীর সাংবাদিকতা: অ্যামচ্যামের পুরস্কার পেলেন বিডিনিউজ টোয়েন্টিফোরের নাফিয়া
-
ফ্রান্সে সংবাদ প্রকাশকদের টাকা দিতে রাজি গুগল
-
‘না জানিয়েই’ নাম দিয়েছে, বললেন বিডিনিউজ টোয়েন্টিফোরের বিরুদ্ধে মামলার ‘সাক্ষী’
-
ডিজিটাল আইন স্বাভাবিক সাংবাদিকতাকে ঝুঁকিতে ফেলছে: সম্পাদক পরিষদ
-
বিডিনিউজ টোয়েন্টিফোরের উপর চাপ গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবে: ডিআরইউ
-
বিডিনিউজ টোয়েন্টিফোরকে চাপ স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত করার কৌশল: তোজা
-
শ্রমিক বিক্ষোভের খবর প্রকাশ করায় বিডিনিউজ টোয়েন্টিফোরের বিরুদ্ধে মামলা
-
প্রতিবেদনের জন্য হয়রানি গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ: র্যাক
সর্বাধিক পঠিত
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- এক পোয়া মাছ পৌনে তিন লাখ টাকায় বিক্রি
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- আবার বার্সা সভাপতি লাপোর্তা
- চিত্রনায়ক শাহিন আলমের মৃত্যু
- বিস্ফোরক সাক্ষাৎকার: মেগান বললেন, তার ছেলের গায়ের রঙ নিয়ে উদ্বেগ ছিল ব্রিটিশ রাজপরিবারে