দুই দশকের বেশি সময় ধরে ধোপার কাজ করছেন তারা। দীপচান দাস, গোবিন্দ পালরা কাপড় ধোয়ার কাজের শুরুটা যখন করেছিলেন তখনও যেতেন বুড়িগঙ্গায়, এখনও যান সেখানে। তবে তফাৎ শুধু বুড়িগঙ্গা তখন ছিল স্বচ্ছ এক নদী, এখন সেই পানির রঙ কয়লার মতই কালো। নিরূপায় হয়েই সেই অপরিষ্কার, দূষিত পানিতেই কাপড় পরিষ্কারের কাজ করছেন তারা।
Published : 13 Mar 2023, 09:00 PM