বিকালে অফিসে দায়িত্বরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা তাকে পাশে হাসপাতালে নিয়ে যান।
Published : 18 Mar 2025, 11:43 PM
অফিসে দায়িত্ব পালনের সময় হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির কিছু সময় পর মারা গেছেন দৈনিক কালের কণ্ঠের সহকারী সম্পাদক আলী হাবিব; তার বয়স হয়েছিল ৬১ বছর।
মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি মারা যান বলে জানিয়েছে কালের কণ্ঠের সিটি এডিটর কাজী হাফিজ।
তিনি বলেন, বিকালে অফিসে দায়িত্বরত অবস্থায় আলী হাবিব অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা তাকে পাশেই এভারকেয়ার হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে রাখেন। পরে রাত পৌনে ৮টার দিকে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
কাজী হাফিজ বলেন, রাত ১১টার দিকে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ কম্পাউন্ডে (কালের কণ্ঠের অফিস প্রাঙ্গণে) তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। রাতে তার লাশ ঝিনাইদহের গ্রামের বাড়িতে নেওয়া হবে।
আলী হাবিব ১৯৬৪ সালে ঝিনাইদহে জন্মগ্রহণ করেন। তিনি দৈনিক জনকণ্ঠে সম্পাদকীয় সহকারী হিসেবে যোগ দেন ১৯৯৩ সালে। পরে ২০০১ সাল থেকে সহকারী সম্পাদক ও ফিচার বিভাগের প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন। ‘রঙ্গভরা বঙ্গদেশ’ ও ‘ঝিলিমিলি’ ফিচার পাতার বিভাগীয় সম্পাদক ছিলেন তিনি। ২০১০ সালে কালের কণ্ঠ প্রকাশের শুরু থেকে তিনি এ দৈনিকের সঙ্গে ছিলেন।