ত্বকের ধরন অনুসারে ফেইশল নির্বাচনের উপায়

ফেইশল সাধারণত দুই রকমের হয়। ‘মেডি ফেইশল’ এবং ‘রিল্যাক্সিং ফেইশল’।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2023, 02:06 PM
Updated : 30 April 2023, 02:06 PM

ফেইশল যেমন আরাম দেয় তেমনি ত্বক সতেজ ও সজীব করে তোলে।

ব্রণ ফেইশল থেকে শুরু করে উজ্জ্বলতা বাড়ানোর ফেইশল বা অ্যান্টি এইজিং ধর্মী ফেইশলের মতো নানান রকমের ফেইশল ত্বকের জন্য উপকারী। 

ভারতের ‘বোম্বে স্কিন ক্লিনিক’য়ের প্রতিষ্ঠাতা, মেডিকেল পরিচালক ও ত্বক বিশেষজ্ঞ ডা. বাটুল পাটেল ফেমিনা ডটইন’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “মেডি ফেইশল’ ও ‘স্পা ক্লিনিক ফেইশল’য়ের মধ্য থেকে নিজের জন্য উপযোগী ফেইশল বাছাই করার বেশ কয়েকটি উপায় রয়েছে।”

আর এসবের উপকারিতাও ভিন্ন।

ত্বকের ধরন ও সমস্যা অনুযায়ী ফেইশল নির্বাচন করা উচিত। ফেইশলকে প্রধানত দুভাগে ভাগ করা যায়- ১) মেডি ফেইশল। ২) রিলাক্সিং বা আরামদায়ক ফেইশল।

মেডি ফেইশল

মেডি ফেইশল মূলত মেডিকেল গ্রেড ফেইশল, যা সাধারণ স্যালন দিতে পারে না। এগুলো ত্বকের নির্দিষ্ট অবস্থা বা ব্যাধি নিরাময়ের জন্য নকশা করা হয়েছে। আর প্রায় সব ধরনের ত্বকের জন্যই নিরাপদ।

লেজার, মাইক্রোকারেন্টস, ডার্মাপ্ল্যানিং, ফটো রিজুভেনেইশন, এলইডি থেরাপি, পিলস বা বড়ি, মাইক্রোডার্মাব্রেইশন, হাই ইন্টেনসিটি ফোকাস্ড আল্ট্রাসাউন্ড এবং আরো অন্যান্য যন্ত্র ও কৌশল ব্যবহার করে মেডি ফেইশল একটা প্রত্যয়িত ও অভিজ্ঞ চর্মরোগ বিশেষজ্ঞের ক্লিনিকে করা হয়। 

এগুলো ত্বকের সমস্যা যেমন- মলিন ত্বক, শুষ্ক ও ঢিলাভাব কমায়। ত্বক পুনর্গঠন করে। তারুণ্য, উজ্জ্বলতা এবং আর্দ্রতা ধরে রাখে।

এছাড়াও রোদের কারণে হওয়া ক্ষয়, পিগ্মেন্টেইশন, বয়সের ছাপ, ব্রণের দাগ ইত্যাদির সমস্যা কমাতেও সহায়তা করে।

এগুলো, প্রযুক্তি ও মেশিন দিয়ে সঞ্চালিত হয়। তাই দক্ষতা ও ‘ডার্মাটোলজি ক্লিনিক’য়ের প্রয়োজন হয়।

বর্তমানে মেডি ফেইশলগুলো এমনভাবে নকশা করা যা বৈজ্ঞানিক অগ্রগতি প্রযুক্তির পাশাপাশি ত্বকের পুষ্টি ও আরাম নিশ্চিত করে।

রিলাক্সিং ফেইশল 

এই ধরনের ফেইশল সাধারণত স্যালন বা স্পা ক্লিনিকে হয়ে থাকে। এই পদ্ধতির ব্যবহারে ত্বকে আরাম দেয় ও সতেজতা আনে।

এই ধরনের ফেইশলে নানান রকম উপকরণ ও মাস্ক ব্যবহার করা হয় এবং এক্সফলিয়েশন নির্ভর করে ত্বকের ধরনের ওপর।

যেমন- তৈলাক্ত ত্বকে এক্সফলিয়েটিং উপাদান এবং ক্লে মাস্ক ব্যবহার করা হয়, যেন বাড়তি তেল ও ময়লা শুষে নিতে পারে। 

শুষ্ক ও সংবেদনশীল ত্বকে কম মাত্রায় সক্রিয় উপাদান আরও মৃদু ও ত্বক পুর্গঠনে কাজ করে। যেমন- সিউইড’য়ের নির্যাস বা হায়ালুরনিক অ্যাসিড বা কোলাজেন ক্রিম ইত্যাদি যোগ করা ভালো।

ফেইশলের রয়েছে নানান উপকারিতা

ফেইশলের ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে সুস্থতা ও আর্দ্রতা লাভ করে। ২৮ থেকে ৪৮ দিনের মধ্যে কোষ পুনরায় সৃষ্টি হয়।

ত্বকের জন্য উপযোগী ফেইশল নির্বাচন করতে অভিজ্ঞ থেরাপিস্টের সাথে পরামর্শ করে নিতে হবে।

ফেইশলের নানান সুবিধাগুলো হল

ত্বক টানটান হওয়া, আর্দ্রতা বজায় থাকা, মন ভালো থাকা ও মানসিক চাপ হ্রাস, মৃত কোষ দূর করে মসৃণ ও কোমল ত্বক, প্রদাহ ও ব্যাক্টেরিয়া বিরোধী উপকারিতা, বয়সের ছাপ হ্রাস পাওয়া, মসৃণ ত্বক, ব্যথা হ্রাস পাওয়া এবং সজিবতা।

আরও পড়ুন

Also Read: যেভাবে করবেন ‘ফুট ফেইশল’

Also Read: ত্বক উপকারী ঘরোয়া ফেইশল

Also Read: ত্বকে তারুণ্য ফোটায় ‘ফেইশল মাসাজ’