পরিষ্কার ও সুন্দর ত্বকের জন্য টমেটো

টমেটো ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এর প্রাকৃতিক ব্লিচিং ত্বকের মলিনতা ও দাগছোপ দূর করে।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 June 2020, 09:52 AM
Updated : 7 June 2020, 09:52 AM

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে ত্বকের যত্নে টমেটোর নানান ব্যবহার সম্পর্কে জানানো হল।

টমেটোতে রয়েছে ফাঙ্গাস ও ব্যাক্টেরিয়া রোধী উপাদান সমৃদ্ধ যা ত্বকের পিএইচ’য়ের ভারসাম্য বজায় রাখে ও ত্বকে বাড়তি তেল ও ময়লা শুষে নিয়ে ত্বক পরিষ্কার করে।

এছাড়াও টমেটো ত্বকের স্থিতিস্থাপকতা ও কোষকলা বাড়ায় এবং বলিরেখা দূর করতে সহায়তা করে।

তেল দূর করে ও লোমকূপ পরিষ্কার করে

ত্বকের লোমকূপ পরিষ্কার করতে ও তৈলাক্তভাব কমাতে একটা টমেটো দুই টুকরা করে তা সরাসরি ত্বকে প্রতিদিন ঘষুন।

মলিন ত্বকে উজ্জ্বল করতে

একটা টমেটো পেস্ট করে তার সঙ্গে মুলতানি মাটি ও তাজা পুদিনাপাতার রস যোগ করে প্যাক তৈরি করুন। প্যাক মুখে মেখে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। এরপর তা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে আলতো চাপ দিয়ে মুখ মুছে নিন। 

রোদপোড়া কমাতে

এক চা-চামচ মধুর সঙ্গে একটা টমেটোর শাঁস ভালো মতো মিশিয়ে নিন। সম্পূর্ণ মুখে প্যাকটি মেখে ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

রোদে পোড়াভাব কমাতে

অর্ধেকটা টমেটো রস করে নিয়ে তাতে দুই টেবিল-চামচ সাধারণ ‘বাটার মিল্ক’ যোগ করুন। প্যাকটি সারা মুখে মেখে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

এক্সফলিয়েট

একটা পাত্রে দুটা লেবু টুকরা করে নিন। দুই টুকরা বরফ, ২০টি পুদিনা পাতা এবং সোয়া দুইটি টমেটো নিয়ে তা এক ঘণ্টা রেফ্রিজারেটরে রেখে দিন। এরপর তা ভালোভাবে ব্লেন্ড করে পেস্ট তৈরি করুন। মিশ্রণের সঙ্গে পাঁচ টেবিল-চামচ চিনি মিশিয়ে ত্বক এক্সফলিয়েট করুন।

আরও পড়ুন