শীতে ঘুরে আসুন লংগদু
লাইফস্টাইল ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Dec 2019 10:18 AM BdST Updated: 13 Dec 2019 10:20 AM BdST
কাপ্তাই লেকের লংগদুর কাট্টলি বিল শীত মৌসুমে অল্প খরচেই বেড়ানো যায়।
এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সাংবাদিক পর্যটক সমির মল্লিক।
সুনীল আকাশের নিচে স্বচ্ছ জলের ধারা। দিগন্ত ছোঁয়া পাহাড়ে পাহাড়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসতি। কৃত্রিমভাবে সৃষ্ট কাপ্তাই লেকের লংগদুর কাট্টলি বিল অংশটি সবচেয়ে বেশি মৎস সম্পদে সমৃদ্ধ।
সুবিশাল ৭২৫ বর্গ কিলোমিটারের কাপ্তাই লেকের সবচেয়ে বেশি মাছ ধরা পড়ে কাট্টলি বিলের বিস্তৃত জলরাশিতে। তাই এটি লেকের মৎস ভাণ্ডার হিসেবেও পরিচিত।
শীত আসলেই এই বিলে আসতে শুরু করে হাজারও পরিযায়ী পাখি। শিকারীদের উৎপাত কম ও বিলে প্রচুর মাছ থাকায় প্রতি বছরই বাড়ে পরিযায়ী পাখি সংখ্যা।

লংগদু থেকে একটু দূরে কাট্টলি বিল। নিঃশব্দের জলাভূমি আর নীল আকাশের নিচে জেগে উঠেছে কাট্টলি বিলের অনেকগুলো দ্বীপ। শুষ্ক মৌসুমে পানি কমে আসলে ভেসে ওঠে এসব দ্বীপ। জলরাশির মাঝে এই দ্বীপগুলোতে গড়ে উঠেছে মানুষের বসতি। যাদের সবার জীবন চলে মাছ ধরে।
খাগড়াছড়ি থেকে সড়ক পথে লংগদু’র দূরত্ব প্রায় ৪৯ কিলোমিটার। লংগদু থেকে দেশি বোটে দেড় ঘণ্টায় পৌঁছানো যায় দ্বীপ গ্রাম কাট্টলি বিলে।
নীল জলের টেউ পেরিয়ে কাট্টলি বিল যেতে চোখে পড়ে পাখির ঝাঁক। নিঃশব্দের জলরাশি মুখরিত হয় পরিযায়ী পাখি। ছোট সরালি, টিকি হাঁস, বড় সরালি, মাথা মোটা টিটি, গাঙচিল, গাং কবুতর, চ্যাগা, চখাচখিসহ বিভিন্ন প্রজাতির পাখির ঝাঁকে মুখরিত পুরো বিল। মাঝপথে শুধু ছোট ছোট দ্বীপ আর দূরে পাহাড়ের সারি।

লেকের এই অংশজুড়ে মাছধরা নৌকার সারি। পানকৌড়ি আর নানান জাতের পাখির ঝাঁক বিলের চারপাশে। শীতের শেষেও এখানে রয়ে যায় পানকৗড়ির ঝাঁক।
মাঝখানের এই দ্বীপগুলোতে মাত্র দু’একটি পরিবারের বসবাস। বর্ষায় এসব দ্বীপ পানির নিচে থাকে। তাই প্রত্যেক পরিবারের যোগাযোগের জন্য একটা করে নৌকা আছে।
জলের জীবন দেখতে দেখতে চলেছি কাট্টলি বিলের দিকে। দেখি দূরের পাহাড়গুলোকে চুম বুলিয়ে নীল মেঘ অবারিত জলরাশিকে নিজের রংয়ে রাঙিয়ে দিয়ে ভেসে বেড়ায়। জলের বুকে মাঝে মাঝে ভেসে ওঠে পরিযায়ী পাখির ঝাঁক।

শেষ বিকেলের সোনালি সূর্য সোনা রঙা আলোয় চরাচরকে মুড়িয়ে দিয়ে মুখ লুকিয়েছে পাহাড় ঘেঁষা লেকের জলে। কাট্টলি বিল হয়ে উঠুক পাখিদের নিরাপদ আশ্রয়।
প্রয়োজনীয় তথ্য: প্রথমে যেতে হবে খাগড়াছড়ির দীঘিনালা। দীঘিনালা থেকে মটরবাইকে লংগদু। লংগদু থেকে চাইলে দেশি নৌকায় কাট্টলি বিলে পৌঁছানো যাবে।
কাপ্তাই লেক বেশ গভীর। সাঁতার না জানলে লেকের পানিতে নামা একেবারেই উচিত হবে না। ভ্রমণ সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ০১৮১৫-৮৫৬৪৮৭ নম্বরে।
ছবি: লেখক।
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
- হতাশাজনক ব্যাটিংয়ে হেরে গেল বাংলাদেশ
- পল্লবী-বিদিশার পর কলকাতায় মিললো অভিনেত্রী মঞ্জুষার ঝুলন্ত লাশ
- ডগ স্কোয়াড: বিদেশে প্রশিক্ষণে গিয়ে ‘নিখোঁজ’ দুই পুলিশ