বাহুমূলের কালচেভাব দূর করার সহজ উপায়

হাতা কাটা পোশাক পরুন আর নাই পরুন বাহুমূলের নিচে কালচেভাব কারোরই পছন্দ না। বিভিন্ন কারণে ত্বকে এই ধরনের কালচে দাগ পড়তে পারে।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2019, 08:26 AM
Updated : 26 Nov 2019, 08:26 AM

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে বগলের কালচে দাগ দূর করার সহজ উপায় সম্পর্কে জানানো হল।

ধাপ ১: তিন টেবিল চামচ ‘রক সল্ট’ সাদা ভিনিগার এবং বেইকিং সোডার সঙ্গে ছয় টেবিল-চামচ গরম পানি মেশান। 

ধাপ ২: পরিষ্কার বগলে এই মিশ্রণ মেখে রাখুন। ২০ মিনিট শুকানোর জন্য অপেক্ষা করুন।

ধাপ ৩: মিশ্রণটি শুকিয়ে এলে তা গরম পানিতে ভেজানো কাপড় দিয়ে ভালোভাবে মুছে ফেলুন। ত্বকের উজ্জ্বলতা চোখে পড়বে।

সপ্তাহে অন্তত একদিন এই পদ্ধতি অনুসরণ করলে ত্বকের পূরানো কালচে দাগ ফিরে আসবে না।

আরও পড়ুন