কলার খোসাও উপকারী

ব্রণ কমানো, দাঁত উজ্জ্বল করা বা মশার কামড়ে জ্বালাভাব কমাতে কলার খোসা ব্যবহার করা যায়।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2019, 09:58 AM
Updated : 29 July 2019, 09:58 AM

খাদ্য ও পুষ্টি-বিষয়ক একটি ওযেবসাইটে এই বিষয়ের ওপর প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে কলার খোসার নানান ব্যবহার সম্পর্কে জানানো হল।

দাঁত: কলার খোসা দিয়ে প্রতিদিন দাঁত ঘষলে এক সপ্তাহের মধ্যে দাঁত সাদা ও উজ্জ্বল হয়। নিয়মিত কলার খোসা ব্যবহার করে দাঁতের ডাক্তারের পেছনে খরচের পরিমাণ কমাতে পারেন।

ব্রণ: জ্বালাভাব কমিয়ে ব্রণ সারাতে আক্রান্ত জায়গায় কলার খোসা ঘষলে উপকার পাওয়া যায়। আর এই ফলাফল দৃশ্যমান হতে সময় নেবে মাত্র এক সপ্তাহ।

বলিরেখা: কলার খোসা ত্বক আর্দ্র ও মসৃণ রাখে। ফলে বলিরেখা কমে। ভালো ফলাফলের জন্য কলার খোসা ও ডিমের কুসুম চটকে মিশ্রণ তৈরি করে ত্বকে লাগান। পাঁচ মিনিট পরে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

মশার কামড়: মশার কামড়ের জ্বালা ও চুলকানি থেকে বাঁচতে সেই স্থানের উপর কলার খোসা মালিশ করুন। আরাম পাবেন।

সূর্যের কারণে হওয়া ক্ষতি: সূর্যের ক্ষতিকর বেগুনি রশ্মি ত্বকের ক্ষতি করে। বিশেষ করে চোখের নিচে পাতলা কোমল ত্বক। এই সমস্যা দূর করতে কলার খোসা সূর্যের আলোতে কিছুক্ষণ শুকিয়ে তারপর ত্বকে মালিশ করুন।

আরও পড়ুন