রাইস পেপার স্প্রিং রোল

মজার রোল তৈরি করুন রন্ধনশিল্পী ডা. ফারহানা ইফতেখারের রেসিপিতে।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 April 2019, 08:02 AM
Updated : 9 April 2019, 08:02 AM

উপকরণ: রাইস পেপার ১০টি। (গ্রোসারি শপে কিনতে পাওয়া যায়)। মুরগির মাংস চৌক করে কাটা আধা কাপ। লেবুর রস ১ চা-চামচ। গোল-মরিচ আধা চা-চামচ। আদা ও রসুন বাটা আধা চা-চামচ করে। রসুন-ছেঁচা ১ চা-চামচ। সয়া ও ওয়েস্টার সস ১ টেবিল-চামচ করে। লবণ পরিমাণ মতো। গাজর কুচি করা দেড় কাপ। বাঁধাকপি-কুচি ২ কাপ। তিলের তেল ১ টেবিল-চামচ।

পদ্ধতি

– মুরগির মাংসের সঙ্গে সব মসলা দিয়ে মেরিনেইট করুন ৩০ মিনিট।

– এবার প্যানে তেল দিয়ে রসুন-ছেঁচা একটু ভেজে মাংসের টুকরা দিয়ে ভালো করে ভেজে নিন। তারপর সবজিগুলো দিয়ে ১০ মিনিট ভেজে উঠিয়ে নিন।

– একটি বাটিতে পানি নিয়ে একটি রাইস পেপার নিয়ে ১০ থেকে ১৫ সেকেন্ড ভিজিয়ে উঠিয়ে নিন। এরচেয়ে বেশি সময় ভিজিয়ে রাখলে রাইস পেপার ছিঁড়ে যাবে ভাঁজ করার সময়।

– এবার রাইস পেপার বিছিয়ে তাতে মাস-সবজির মিশ্রণ দিয়ে রোল তৈরি করুন। পরিবেশন করুন পছন্দের যে কোনো সসের সঙ্গে।

- ইচ্ছে করলে রোলগুলো বেইকিং ট্রেতে নিয়ে ২০ মিনিট বেইক করে নিতে পারেন রোলের কিনারাগুলো বাদামি হওয়া পর্যন্ত।

আরও রেসিপি