মিশ্র ত্বকের যত্ন

মিশ্র ত্বকের যত্ন নেওয়া বেশ ঝামেলাকর। কারণ তৈলাক্ত ও শুষ্ক দুই অংশের জন্যই বাড়তি যত্ন নিতে হয়।

লাইফস্টাইলডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2019, 06:21 AM
Updated : 20 Jan 2019, 06:21 AM

রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইটে এই বিষয়ের ওপর প্রকাশিত প্রতিবেদন থেকে মিশ্র ত্বকের যত্ন নেওয়ার কয়েকটি উপায় এখানে দেওয়া হল।

* খাঁটি ও ঔষধি গুণাগুণ সম্পন্ন প্রাকৃতিক পরিষ্কারক ব্যবহার করুন। রাসায়নিক টোনার ব্যবহার বাদ দিন। প্রাকৃতিক উপাদানে তৈরি টোনার ব্যবহার করুন। আর ত্বককে রাসায়নিক উপাদান থেকে দূরে রাখুন।

* ময়েশ্চারাইজার তৈলাক্ত বা শুষ্ক ত্বকের জন্য তৈরি। তাই ত্বক বুঝে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। হালকা ময়েশ্চারাইজার তৈলাক্ত অংশে লাগান এবং বাকি অংশে ভারি ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

* ত্বকে মলিনভাব আসার আগেই এক্সফলিয়েট করে লোমকূপ পরিষ্কার করুন। 

* বেশি করে আখরোট ও বীজজাতীয় খাবার খান। বলা হয় এতে রয়েছে ফ্যাটি অ্যাসিড। 

* শরীরচর্চার মাধ্যমে ত্বকের নিচে রক্ত সঞ্চালন বাড়ান। আর্দ্র থাকুন। দৈনিক ১৪ গ্লাসের বেশি পানি পান করুন।

* সূর্যালোক থেকে ত্বককে বাঁচান। সূর্যরশ্মি গাল ও কপালে মলিনভাব এবং দাগের সৃষ্টি করে।

নিমের ফেইস টোনার

এক মুঠো নিমপাতা ধুয়ে নিন। এক কাপ পানি ফুটিয়ে তাতে নিমপাতা ছেড়ে দিন। ২০ মিনিট ফুটিয়ে ঠাণ্ডা করে স্প্রে বোতলে ভরে রাখুন।

মুখের তৈলাক্ত অংশে এই টোনার ব্যবহার করুন। এতে ত্বক থাকবে আর্দ্র, হবে মসৃণ। এতে আছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বককে ভেতর থেকে তেল মুক্ত করে।

ছবির প্রতীকী মডেল: জেসমিন জুঁই। ছবি সৌজন্যে: ত্রয়ী ফটোগ্রাফি স্টুডিও।

আরও পড়ুন