মোবাইল পরিষ্কার রাখার পন্থা

কোনো ক্ষতি ছাড়া মোবাইল ফোন পরিষ্কারের উপায় জেনে নিন।

লাইফস্টাইলডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 June 2018, 05:44 AM
Updated : 14 June 2018, 05:44 AM

আধুনিক জীবনে বেশি ব্যবহৃত যন্ত্র হয়ত মোবাইল ফোন। এমনকি শৌচাগারেও বাদ যায় না এর ব্যবহার। তাই সবচেয়ে নোংরা হওয়ার সম্ভাবনাও থাকে সাধের স্মার্ট ফোনটি।

অনেক গবেষণায় দেখা গেছে কমোডে যে পরিমাণ ব্যাক্টেরিয়া থাকে গড়ে তার চেয়েও বেশি পরিমাণে জীবাণু মোবাইল ফোনে থাকতে পারে।

তাই নিজের সুস্থতার কথা চিন্তা করে হলেও মোবাইল পরিষ্কার রাখা দরকার।

প্রযুক্তিবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে কোনো ক্ষতি ছাড়া মোবাইল ফোন পরিষ্কারের কয়েকটি পন্থা এখানে দেওয়া হল।

অ্যালকোহল ঘষা: জানালার কাচ পরিষ্কারক, অ্যারোসোল স্প্রে, দ্রাবক, অ্যামোনিয়া বা পালিশ- এই ধরনের তরল দিয়ে ফোন পরিষ্কার করবেন না। ডিস্টিল্ড ওয়াটারের সঙ্গে সামান্য অ্যালকোহল মিশিয়ে ঘষে পরিষ্কার করাই যথেষ্ট।

কিউ-টিপ বা কটন বাড: ফোনে যদি আলাদা কি প্যাড থাকে বা প্লাস্টিকের সরঞ্জাম লাগানো থাকে তাহলে অ্যালকোহলে একটি কটন বাড ডুবিয়ে তা দিয়ে পরিষ্কার করে নিন। তবে খেয়াল রাখবেন ধাতব অংশে যেন না লাগে।

ব্যাটারির যত্ন: পরিষ্কার ও শুকনা কটন বাড দিয়ে ব্যাটারির চারপাশ পরিষ্কার করে নিন।

বাইরের অংশ পরিষ্কার: সামনের স্ক্রিন পাতলা নরম কাপড় (চশমার গ্লাস পরিষ্কার করার কাপড়) ডিস্টিল্ড ওয়াটারে ডুবিয়ে মুছে নিন। একইভাবে ফোনের কাভার খুলে পেছনের অংশও পরিষ্কার করে নিন।

আরও পড়ুন