নিজেই তৈরি করুন মেইকআপ রিমুভার

রাসায়নিক উপাদনে তৈরি ‘রিমুভার’য়ের চাইতে প্রাকৃতিক উপাদান দিয়ে মেইকআপ তোলা অনেক বেশি ভালো।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2018, 09:46 AM
Updated : 1 June 2018, 10:15 AM

প্রাকৃতিক উপাদান দিয়ে ঘরেই তৈরি করা যায় ‘মেইকআপ রিমুভার’। সাজসজ্জাবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে মেইকআপ মোছার কয়েকটি প্রাকৃতিক পন্থা এখানে দেওয়া হল।

নারিকেল তেল: মুখ ও চোখের মেইক আপ যেমন- কাজল, মাস্কারা, আই লাইনার ইত্যাদি তুলতে নারিকেল তেল খুব ভালো কাজ করে।

খাঁটি নারিকেল তেলে একটা পরিষ্কার কাপড় ডুবিয়ে তা দিয়ে মুখ, চোখ ও গলা মুছে নিন, সব মেইকআপ উঠে যাবে।

দুধ ও কাঠবাদাম তেল: এক টেবিল-চামচ দুধে কয়েক ফোঁটা কাঠবাদাম তেল নিন। তুলার বলের সাহায্যে তা দিয়ে মুখ মুছে নিন। এটা কেবল মেইকআপই তুলবে না বরং ত্বক মসৃণ ও আর্দ্র রাখতেও সাহায্য করবে।

মধু ও বেইকিং সোডা: একটি পরিষ্কার কাপড়ে খাঁটি মধু নিন। তার উপর খানিকটা বেইকিং সোডা ছিটিয়ে দিন। এই মিশ্রণ এক বারেই মেইকআপ তুলে ফেলতে সাহায্য করে। 

জলপাইয়ের তেল ও অ্যালো ভেরা: সংবেদনশীল ত্বকের জন্য এটা বেশ কার্যকর। জলপাই তেল ও অ্যালো ভেরা মিশিয়ে ত্বকে লাগান। এরপর মুছে ফেলুন। এটা মেইক আপ তোলার পাশাপাশি ত্বক আর্দ্র ও মসৃণ করতে সাহায্য করবে।

জোজোবা তেল ও ভিটামিন ই: ৫০ মি.লি. জোজোবা তেলে ভিটামিন ই ক্যাপসুল ভেঙে ঢেলে দিন। এই তেল একটা পাত্রে সংরক্ষণ করুন।

মেইকআপ রিমুভার হিসেবে এটা ব্যবহার করতে পারেন। পাশাপাশি ত্বক মসৃণ ও সুরক্ষিত রাখবে এই মিশ্রণ।

ছবির মডেল: জোজো। মেইকআপ: আরিফ। ফটোগ্রাফার: তানভির খান।  ছবি সৌজন্যে: ত্রয়ী ফটোগ্রাফিস্টুডিও।
 

আরও পড়ুন-