তৈরি করুন অ্যালো ভেরা জেল

প্রসাধনীর দোকানে দাম দিয়ে কেনার চাইতে নিজেই তৈরি করুন অ্যালো ভেরা জেল।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2018, 07:10 AM
Updated : 28 May 2018, 07:10 AM

অ্যালো ভেরা বাংলায় ঘৃতকুমারী। এই উদ্ভিদ হজমের সমস্যা সমাধান থেকে শুরু করে ত্বকের যত্ন পর্যন্ত সকল কাজের কাজী।

প্রযুক্তির উন্নয়নের কল্যাণে অ্যালো ভেরা এখন বিভিন্ন ভাবে প্রসাধনী হিসেবে পাওয়া যায়, যার মধ্যে অন্যতম অ্যালোভেরা জেল। তবে বাজারে বোতলজাত বা টিউবে থাকা অ্যালো ভেরা জেল কতটা খাঁটি সেটার প্রশ্ন যেমন থেকে যায়, তেমনি দামের ব্যাপারটাও চলে আসে।

তাই রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে অ্যালো ভেরা থেকে প্রাকৃতিক উপায়ে জেল তৈরি করার পন্থা এখানে দেওয়া হল।

ধাপ ১: অ্যালো ভেরা জেল বানাতে প্রয়োজন হবে একটি বড় বাটি, ছুরি, চামচ, একটি কাচের বয়াম এবং অবশ্যই অ্যালো ভেরা। প্রথমেই হাত এবং ব্যবহার্য সরঞ্জামগুলো জীবাণু মুক্ত করে নিতে হবে।

ধাপ ২: অ্যালো ভেরার গোড়ার অংশ টুকরা করে নিন। কারণ সে জায়গাটাই বেশি পরিপক্ক এবং ভালো পরিমাণে জেল থাকে।

ধাপ ৩: পাতা টুকরা করার পর তা থেকে রস বের হতে দেখা যাবে। কালচে হলুদ রংয়ের এই রস বের হওয়ার জন্য ১০ থেকে ১৫ মিনিট সময় দিন। কারণ বিশেষজ্ঞদের মতে, এই রসে থাকে ‘লেটেক্স’ যা ত্বকে জ্বালাপোড়া সৃষ্টি করে।

ধাপ ৪: রস বেরিয়ে গেলে চামচ কিংবা ছুরি দিয়ে পাতার সবুজ অংশের ভেতর থেকে জেলটুকু তুলে আনতে হবে এবং পরিষ্কার পাত্রে রাখতে হবে।

ধাপ ৫: এবার এই জেলের সঙ্গে প্রাকৃতিক সংরক্ষক হিসেবে মেশাতে হবে ভিটামিন সি পাউডার। মিশ্রণ ঘন না হওয়া পর্যন্ত মেশাতে হবে।

ধাপ ৬: এবার মিশ্রণটি পরিচ্ছন্ন জীবণুমুক্ত কাচের বয়ামে সংরক্ষণ করতে হবে। প্রাকৃতিক অ্যালো ভেরা জেল ব্যবহারের জন্য তৈরি।

আরও পড়ুন