অধিক ওজন থেকে হৃদরোগ
লাইফস্টাইল ডেস্ক, আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jun 2016 05:57 PM BdST Updated: 30 Jun 2016 05:54 PM BdST
নতুন এক গবেষণায় দেখা গেছে, কৈশোরে পুরুষের অধিক ওজন থাকলে, মধ্যবয়সে হৃদযন্ত্র অক্ষম হয়ে যাওয়ার ঝুঁকিতে থাকেন।
গবেষকরা জানান, হৃদযন্ত্র বিকল হয়ে যাওয়ার গড় বয়স এখন ৪৭ বছর, বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থায় এটা এখন বড় হুমকি হয়ে গিয়েছে।
এই গবেষণায় দেখা গেছে, যে সকল প্রাপ্ত বয়স্ক পুরুষের উচ্চতা এবং ওজনের অনুপাত (বডি ম্যাস ইনডেক্স বা বিএমআই) ২০ থেকে ২২.৫, তাদের বয়স্ক অবস্থায় হৃদরোগের ঝুঁকি অন্যদের তুলনায় ২২ শতাংশ বেশি থাকে।
এই গবেষণার আরও প্রামাণিত হয় যে, মোটা পুরুষ যাদের বিএমআই ৩৫ বা তারও বেশি তাদের হৃদরোগের ঝুঁকি আরও ১০ গুণ বেশি হয়।
সুইডেনের ইউনিভার্সিটি অফ গথেনবার্গের অধ্যাপক আনিকা রোজেনগ্রেন বলেন, “সতর্কতামূলক ব্যবস্থার জন্য কৈশোরে শরীরের ওজন গুরুত্বপূর্ণ এবং কম বয়সে স্বাস্থ্যকর ওজন ধরে রাখা উচিত।”
তিনি আরও জানান, বিভিন্ন গবেষণায় এতদিন বলা হচ্ছিল বিএমআই ১৮.৫ থেকে ২৫ এর মধ্যে থাকলে ওজন ঠিক আছে বলে ধরে নিতে হবে। তবে এই পরিমাপক এককে বয়সের কথা উল্লেখ্য করা হয়নি। ফলে যারা প্রাপ্ত বয়সে এসে এই ওজনে নিশ্চিন্তে থাকেন। তাদের মধ্যেও অনেকে হৃদরোগের সমস্যায় পড়তে পারেন। অথচ তারা এতদিন নিজেদের শুকনা বলেই জানত।
ইউরোপিয়ান হার্ট জার্নালে প্রকাশিত এই গবেষণার জন্য ২৩ বছরের বেশি সময় ধরে, পাঁচ থেকে ৪২ বছর বয়সি ১৬ লক্ষেরও বেশি পুরুষের উপর জরিপ চালানো হয়।
গবেষণার অংশগ্রহণকারীদের অবস্থা পুনর্বিবেচনার সময় দেখা যায় ৫ হাজার ৪৯২ জন পুরুষের মধ্যে ৪৭ জন হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোজেনগ্রেন পরামর্শ দেন, “পৃথিবীজুড়ে মহামারী আকারে বৃদ্ধি পাওয়া ওজন বৃদ্ধির সমস্যা জরুরি ভিত্তিতে মোকাবেলা করতে হবে।”
দেশগুলোর সরকার থেকে শুরু করে ব্যক্তিগত উদ্যোগেও চেষ্টা করতে হবে যেন ওজন বাড়ার মতো কাজগুলো না ঘটতে পারে। পাশাপাশি সবাইকে স্বাস্থ্য রক্ষা এবং প্রয়োজনের বেশি না খাওয়ার বিষয়ে উৎসাহী করতে হবে।
ছবি: রয়টার্স।
-
বারবার গোসল করলে যে বিষয়গুলো মাথায় রাখা উচিত
-
সুস্থ থাকতে ছোটখাটো অভ্যাস
-
বয়সের সঙ্গে ভিটামিন ডি’র চাহিদায় পরিবর্তন
-
যেসব কারণে হতে পারে অগ্ন্যাশয়ে ক্যান্সার
-
মগজাস্ত্র ধারালো রাখার খাবার
-
ত্বকে তারুণ্য ফোটায় ‘ফেইশল মাসাজ’
-
যেসব অভ্যাস নষ্ট করে রোগ প্রতিরোধ ক্ষমতা
-
পায়ে যে অনুভূতি হতে পারে রক্ত জমাট বাঁধার লক্ষণ
সর্বাধিক পঠিত
- যাদের ভিটেমাটিতে পদ্মা সেতু, কেমন আছেন তারা?
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- পদ্মা সেতু দক্ষিণ থানায় প্রথম আসামি গ্রেপ্তার
- পদ্মা সেতুর উদ্বোধনে ১০০ টাকার স্মারক নোট
- যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার কেড়ে নিল সুপ্রিম কোর্ট
- পদ্মা সেতু: এক নজরে
- বিশ্বকাপে দলগুলোর স্কোয়াডের আকার বাড়ল
- ‘নিজের গায়ে’ আগুন দিয়ে হাসপাতালে নারী চিকিৎসক
- টানা ৩ সেঞ্চুরিতে মিচেলের ইতিহাস
- যেখানে শেষ সেখানেই শুরু এনামুলের