
আদা চায়ের যত গুণ
তানভীর মাহমুদ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Dec 2015 04:23 PM BdST Updated: 30 Dec 2015 04:29 PM BdST
আয়ুর্বেদীয় চিকিৎসা থেকে শুরু করে আদার প্রাসংগিকতা আজও কমে নি। রান্নাবান্নার পাশাপাশি চা তৈরিতে আদার ব্যবহার চায়ের উপকারিতা বাড়িয়ে দেয় বহুগুণ।
Related Stories
স্বাস্থ্যবিষয়ক একটি ওয়রবসাইটে আদা চায়ের উপকারিতা ব্যাখ্যা করা হয়।
সর্দি কাশি উপশমে: সর্দি-কাশি উপশমে আদার উপকারিতা বাড়িয়ে বলার কিছু নেই। নাক দিয়ে পানি পড়া কমাতে ও শ্বাসযন্ত্র থেকে কফ দূর করতে আদা চা উপকারী।
হজম সহায়ক ও রুচি বাড়ায়: খাবারে অনীহা দূর করতে আদা সাহায্য করে। হজমে সহায়ক এনজাইমসমূহ নিঃসরণ ঘটিয়ে খাদ্য পরিপাকেও সহায়তা করে আদা।
হজমের সমস্যা নিরাময়: হজম প্রক্রিয়া উন্নত করে আদা সরাসরি হজমের সমস্যা দূর করতে সহায়তা করে ।
কোষ্ঠকাঠিন্য নিরাময়: নিয়মিত আদা খেলে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। এছাড়াও পরিপাকতন্ত্রে জম্মে থাকা বিষাক্ত গ্যাস বা হজম না হওয়া খাবার দূর করতেও সহায়তা করে।
সতেজতা: আদা চা অবসাদ দূর করে শরীর ও মনকে চাঙ্গা ভাব আনে।
উষ্ণতা: শীত মৌসুমে দেহের তাপমাত্রা বাড়ায় আদা চা।
রক্তপ্রবাহ সচল করতে: আদা চায়ে আছে দেহ উষ্ণ করার ক্ষমতা। এভাবে এটি রক্ত সঞ্চালনও ঠিক রাখে। বসে কাজ করার অভ্যাস যাদের তাদের রক্তসঞ্চালন প্রায়ই বাধাগ্রস্ত হয়। আদা চা এই সমস্যা দূর করতে সাহায্য করে।
বিষাক্ত পদার্থ অপসারণ: আদায় রয়েছে বিষাক্ত উপাদান অপসারনের ঔষধি উপাদান। দেহে জমে থাকা বিষাক্ত বর্জ্য অপসারণে আদা ভূমিকা রাখে।
ত্বকের দাগ দূর: আদা চা দাগপড়া ত্বক সারিয়ে তুলতে সাহায্য করে। এক্ষেত্রে এটি কোষ তৈরি করায় সাহায্য করে।
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
সর্বাধিক পঠিত
- ওই রাজাকারদের নাম বললে আমার দেশে আসা হবে না: গাফফার চৌধুরী
- সাব্বিরের এতদিনে জাতীয় দলে জায়গা পাকা করার কথা: গিবসন
- ‘মুজিববর্ষে’ আসছে ২০০ টাকার নোট
- হেটমায়ারের ব্যাটিং তাণ্ডবে তছনছ ভারত
- বিপিএলের ঢাকা পর্ব যেমন কাটল দেশের ক্রিকেটারদের
- যে রেকর্ড শুধুই আবিদ আলির
- শেষ মুহূর্তের গোলে হার এড়াল রিয়াল
- শাবনূরকে নিয়ে আজিজের ফাঁকা বুলি
- গাজীপুরে ফ্যান কারখানার আগুনে গেল ১০ প্রাণ
- ধনাঞ্জয়ার ৫ দিনে সেঞ্চুরি, আবিদের ইতিহাস