বছর শেষে মূল্য হ্রাসের সমাহার

শৈলী'র গয়না ও কে ক্রাফটের পোশাকে চলছে শীতকালীন মূল্যছাড়।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Nov 2023, 08:03 AM
Updated : 10 Nov 2023, 08:03 AM

শুধু পোশাক প্রতিষ্ঠানে নয়, গয়নাও মিলছে মূল্যছাড়ে।

 মূল্যছাড়ে শৈলী’র গয়না

নান্দনিক নকশার শৈলী’র বিভিন্ন অলঙ্কারের ওপর চলছে শীতকালীন মূল্যছাড়। প্রতিষ্ঠানের ফেইসবুক’য়ে দেওয়া ঘোষণা অনুযায়ী এই সুযোগ মিলবে ২৫ নভেম্বর পর্যন্ত।

পাথরের ও মুক্তার কাজ করা ছাড়াও ‘গোল্ড প্লেটেড’, ‘মেটাল’ ও অন্যান্য উপকরণে তৈরি আংটি, কানের দুল, গলার হার, হাতের বালাসহ বিভিন্ন ধরনের গয়নার ওপর ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ের সুবিধা মিলছে।

আর এই বিষয়ে বিস্তারিত জানা যাবে প্রতিষ্ঠানটির ফেইসবুক থেকে।

কে ক্র্যাফটের সব ধরনের পোশাকে মূল্যছাড়

সব ঋতুতে পরার উপযোগী নানান ধরনের পোশাকের ওপর ১০ থেকে ৭০ শতাংশ মূল্যহ্রাসের আয়োজন করেছে এই প্রতিষ্ঠান।

মেয়েদের পোশাকের মধ্যে আছে- সালোয়ার কামিজ, শাড়ি, টপস, টিউনিক, কটি, পোলো, টপস-স্কার্ট, টি-শার্ট এবং অন্যান্য অনুসঙ্গ।

ছেলেদের জন্য ক্যাজুয়াল শার্ট, ফতুয়া, পোলো, টি-শার্ট, ডেনিম জিন্স, কটি ছাড়াও পাবেন রেগুলার ও ফিটেড পাঞ্জাবি। শিশুদের জন্য থাকছে ছোট মনিদের জন্য সকল ধরনের পোশাক।

প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সুবিধা মিলবে তাদের সকল বিক্রয়কেন্দ্রে। পাশাপাশি তাদের ফেইসবুক থেকে সংগ্রহ করা যাবে মূল্যছাড়ের পোশাক।