আষাঢ় আসে ভালোবাসায়

বেবী মওদুদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2013, 09:56 AM
Updated : 23 July 2013, 10:08 AM

আষাঢ় এল-- আকাশ জুড়ে 
কালো মেঘের ছায়া
ঝিরঝিরিয়ে বৃষ্টি ঝরে
বাদল দিনের মায়া।

কদম ফোটে শাপলা ভাসে
হাস্নাহেনার ঘ্রাণ
বৃষ্টিভেজা বাতাস এসে 
দেয় জুড়িয়ে প্রাণ।

নতুন পানি দেখতে পেয়ে
সাঁতার কাটে মাছ
ঘ্যাঙর ঘ্যাঙ খুশির ডাকে
ব্যাঙরা দেখায় নাচ।

উঠোনজুড়ে বৃষ্টি জল
আনল ডেকে বান
ঝমঝমিয়ে টিনের চালে
বৃষ্টি ঝরা গান।

এই যে রোদ এই বৃষ্টি
টাপুর-টুপুর-টুপ
আষাঢ আসে গ্রাম বাংলা
শান্ত অপরূপ।

নদীর স্রোতে নৌকা চলে 
বৃষ্টি ভেজা পাল
ভিজছে যত বনের পাখি 
সবুজ পাতা ডাল।

মেঘ ডাকছে গুমগুমিয়ে
বিদ্যুৎ চমকায়
ময়ূরগুলো উড়তে গিয়ে
হঠাৎ থমকায়।

ঘরের কোণে ঘুমিয়ে থাকি
কাঁথায় ঢেকে মুখ
বৃষ্টি আমার দুঃখ কষ্ট
বৃষ্টি আমার সুখ।

সূর্য কোথায় মুখ লুকাল
দিনের আলো শেষ
আষাঢ় আসে ভালোবাসায়
প্রিয় বাংলাদেশ।