মানুষের উন্নতি

অনাবিল রোদ্দুরঅনাবিল রোদ্দুর
Published : 26 April 2022, 01:06 PM
Updated : 26 April 2022, 01:06 PM

ভাবি বুঝি মানুষেরই হাত ধরে

জগতের উন্নতি হচ্ছে,

মেট্রোরেল, বিমান আর গাড়ি

চারদিকে ছুটছে।

তবুও ভাবি যে আবার

মানুষই কি উন্নতি করছে

উন্নতি হলে এত যুদ্ধ কেন হচ্ছে!

কত মানুষ যুদ্ধে দিচ্ছে যে প্রাণ

আহত মানুষের কান্না শোনার জন্য

আছে কি খোলা আমাদের কান?

এত এত কারখানা, কত শত গাড়ি

বিষাক্ত গ্যাসে আজ বাতাস হচ্ছে ভারি।

গলছে বরফ আর হচ্ছে যে এসিড বৃষ্টি

এই কি তবে মানুষের উন্নতির সৃষ্টি?

এত যে এক্সপ্রেসওয়ে, নতুন নতুন যান

জ্যাম তবু কমে না, দুর্ঘটনায় যায় প্রাণ।

এসব তাহলে কি বন্ধ না হবে?

তবুও ভাবি যে আবার

মানুষই একদিন এর সমাধান করবে।

লেখক পরিচিতি: শিক্ষার্থী, নালন্দা উচ্চ বিদ্যালয়, পঞ্চম শ্রেণি

কিডজ পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনি, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!