গাজর ক্ষেতে খরগোশের খোঁজে

সেঁজুতি শুভ আহমেদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2021, 05:42 AM
Updated : 4 Sept 2021, 04:02 AM

একদিন গাজর ক্ষেতে

গাজরের ক্ষেতে ঢুকতেই হঠাৎ

চিন্টুর মাথায় পড়লো বাজ যে

অনেক গাজর সাবাড় হয়েছে

আলবত ঝানু চোরার কাজ যে

একদিন দুইদিন তাও না হয় হতো

গাজর চুরি যাচ্ছে রোজ তো

এমনি চললে সবটা ফুরোবে

পেতে হবে চোরার খোঁজ তো

অন্ধকার রাত ঘুটঘুটে কালো

ওত পেতে থাকে গাছ তলে

খসখস করে ক্ষেতে ওটা কি!

পা টিপে টিপে এগিয়ে চলে

ঝপাৎ করে লাফিয়ে পড়ে

খপাৎ করে চোরকে পাকড়ায়

গলা ফাটায় চেঁচিয়ে মরে

‘ধরেছি পিনু জলদি আয়’

হ্যাজাক হাতে পিনু এমন ছুট

ঠ্যাং বুঝি আজ ভাঙ্গত ওর

চোর কই ওটা যে হুলো বানর

মুখে তার আধখাওয়া গাজর।

খরগোশের খোঁজে

রাফির হয়েছে সে এক দোষ

বুনোকে সে মানাবেই পোষ

বাড়ির পাশে ঠাসা ঘাসে

দিন দুপুরে খরগোশ আসে

ফন্দি আটে মনে মনে

কোথায় যাবে কোন সে বনে

একদিন ঠিকই চুপিসারে

ঢুকে যায় ঘন ঝোপঝাড়ে

খরগোশের এক বাসা ভেবে

যেই না গর্তে হাতটা দেবে

ঘোঁৎ করে বেরোয় সজারু

গা-টা যেন কাঁটার ঝাড়ু

গর্তে কি আর ঢুকাবে হাত

চিৎকার দিয়ে ওখানেই কাত।

কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনি, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!