গাজর ক্ষেতে খরগোশের খোঁজে
সেঁজুতি শুভ আহমেদ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Sep 2021 11:42 AM BdST Updated: 04 Sep 2021 10:02 AM BdST
একদিন গাজর ক্ষেতে
গাজরের ক্ষেতে ঢুকতেই হঠাৎ
চিন্টুর মাথায় পড়লো বাজ যে
অনেক গাজর সাবাড় হয়েছে
আলবত ঝানু চোরার কাজ যে
একদিন দুইদিন তাও না হয় হতো
গাজর চুরি যাচ্ছে রোজ তো
এমনি চললে সবটা ফুরোবে
পেতে হবে চোরার খোঁজ তো
অন্ধকার রাত ঘুটঘুটে কালো
ওত পেতে থাকে গাছ তলে
খসখস করে ক্ষেতে ওটা কি!
পা টিপে টিপে এগিয়ে চলে
ঝপাৎ করে লাফিয়ে পড়ে
খপাৎ করে চোরকে পাকড়ায়
গলা ফাটায় চেঁচিয়ে মরে
‘ধরেছি পিনু জলদি আয়’
হ্যাজাক হাতে পিনু এমন ছুট
ঠ্যাং বুঝি আজ ভাঙ্গত ওর
চোর কই ওটা যে হুলো বানর
মুখে তার আধখাওয়া গাজর।
খরগোশের খোঁজে
রাফির হয়েছে সে এক দোষ
বুনোকে সে মানাবেই পোষ
বাড়ির পাশে ঠাসা ঘাসে
দিন দুপুরে খরগোশ আসে
ফন্দি আটে মনে মনে
কোথায় যাবে কোন সে বনে
একদিন ঠিকই চুপিসারে
ঢুকে যায় ঘন ঝোপঝাড়ে
খরগোশের এক বাসা ভেবে
যেই না গর্তে হাতটা দেবে
ঘোঁৎ করে বেরোয় সজারু
গা-টা যেন কাঁটার ঝাড়ু
গর্তে কি আর ঢুকাবে হাত
চিৎকার দিয়ে ওখানেই কাত।
কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনি, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না! |
সর্বাধিক পঠিত
- বাবার বাঁধানো ছবির পাশে এসে দাঁড়াই
- জালাল উদ্দিন রুমির ৩০টি অমিয় পংক্তি
- এ পি জে আবদুল কালামের ৩০টি অমিয় বাণী
- শিশুর হঠাৎ জ্বর, ওমিক্রন হলেও দুশ্চিন্তা নেই
- একটি ভূতের গল্প লেখার পরের ঘটনা
- শরৎচন্দ্রের ছোটগল্প: জীবনের বৃহৎ ইঙ্গিত
- শিশুর দেরিতে কথা বলা, কারণ ও করণীয়
- চারটি মজার গল্প
- রবীন্দ্রনাথের শিশুরা
- অ্যাই বড় অইয়েরে পুলিশ অইত চাই