শিল্পকলায় ‘চলো আঁকি বিজয়ের ছবি’ প্রতিযোগিতা

মহান বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে শিশু-কিশোরদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ‘অন্তর কথা’।

কিডস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Jan 2020, 07:59 AM
Updated : 5 Jan 2020, 07:59 AM

২৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ঢাকায় শিল্পকলা একাডেমির  জাতীয় চিত্রশালায় ‘চলো আঁকি বিজয়ের ছবি’ শিরোনামে এতে বিভিন্ন স্কুলের শিশুরা অংশ নেয়।

আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক রহিম সুমন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ‘অন্তর কথা’ সংস্কৃতি চর্চা কেন্দ্র, সংস্কৃতি ও শিল্পকলার বিভিন্ন ক্ষেত্রে কাজ করে থাকে, তারই ধারাবাহিকতায় বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো।

ঢাকাসহ দেশের বিভিন্ন স্কুলের প্রায় একশ ষাট জন প্রতিযোগী তিনটি বিভাগে ক, খ ও গ গ্রুপে অংশ নেয়।

সমাপনী আয়োজনে সংস্কৃতি ক্ষেত্রে অবদানের জন্য নির্মাতা ইমেল হক ও চিত্রশিল্পী শুভঙ্কর দাশ শুভকে সম্মাননা দেওয়া হয়।

তারপর তিনটি বিভাগ থেকেই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়া প্রতিযোগিদের ক্রেস্টসহ সনদ দেওয়া হয়। এছাড়া অংশ নেওয়া সব প্রতিযোগীকে সনদ দেওয়া হয়।

আয়োজনে ‘অন্তর কথা’র কর্মী ও প্রতিযোগীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com । সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!