শিল্পকলায় ‘চলো আঁকি বিজয়ের ছবি’ প্রতিযোগিতা
কিডস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Jan 2020 01:59 PM BdST Updated: 05 Jan 2020 01:59 PM BdST
মহান বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে শিশু-কিশোরদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ‘অন্তর কথা’।
২৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ঢাকায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় ‘চলো আঁকি বিজয়ের ছবি’ শিরোনামে এতে বিভিন্ন স্কুলের শিশুরা অংশ নেয়।

ঢাকাসহ দেশের বিভিন্ন স্কুলের প্রায় একশ ষাট জন প্রতিযোগী তিনটি বিভাগে ক, খ ও গ গ্রুপে অংশ নেয়।

তারপর তিনটি বিভাগ থেকেই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়া প্রতিযোগিদের ক্রেস্টসহ সনদ দেওয়া হয়। এছাড়া অংশ নেওয়া সব প্রতিযোগীকে সনদ দেওয়া হয়।
আয়োজনে ‘অন্তর কথা’র কর্মী ও প্রতিযোগীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com । সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না! |
ট্যাগ :
সাম্প্রতিক খবর