আবু হাসান শাহরিয়ারের কবিতা: আয়রে আমার ছেলেবেলা

আবু হাসান শাহরিয়ারবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2019, 08:51 AM
Updated : 21 Nov 2019, 08:51 AM

আয়রে আমার ছেলেবেলা, আয়রে ফিরে আয়।

টাপুর টুপুর বর্ষা-নূপুর পরিয়ে দেব পা-য়।

আকাশ থেকে পূর্ণিমা চাঁদ

সাগর থেকে মানিক

সূর্য থেকে রোদের কণা খানিক

তোর দু’হাতের মুঠোয় দেব তুলে,

সুযোগ পেয়ে আমিও হব আবার বাউণ্ডুলে।

আয়রে আমার ছেলেবেলা, আয়রে ফিরে আয়

বুকের ভিতর বয়েসভাঙা ঝর্না বয়ে যায়।

সকাল-বিকেল নিয়ম মাফিক

এই যে জীবনযাপন

একটুও নেই ঢেউ-তরঙ্গ, একটুও নেই কাঁপন,

এমন বয়েস ফিরিয়ে দেয়াই ভালো-

ইচ্ছে-মেঘের বিজলি মনে সহসা চমকালো।

আয়রে আমার ছেলেবেলা, আয়রে ফিরে আয়

চাইনে প্রতিপত্তি আমি, কুড়োল দেব পায়।

ফিরিয়ে দেব কাজের তাড়া

ফিরিয়ে দেব নাম,

‘খোকা’ বলেই ডাকুক সবাই, খোকনই থাকলাম।

এমন বড় কেউ যেন না হয়-

চতুর্দিকে শত্রু ঘোরে দিগ্বিদিকে ভয়।

কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি,সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com সঙ্গে নিজের নাম-ঠিকানা ছবি দিতে ভুলো না!