লুৎফর রহমান রিটনের ছড়া: শিশুদের হাসি

লুৎফর রহমানরিটনবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2019, 08:26 AM
Updated : 21 Nov 2019, 08:26 AM

আকাশটা হেসে ওঠে শিশুদের হাসিমুখ দেখে

সন্ধ্যার মেঘমালা সেই হাসি গায়ে নেয় মেখে।

সকালের সোনা রোদ নেচে ওঠে, গেয়ে ওঠে পাখি

শিশুর হাসিকে আমি মুঠো মুঠো জমা করে রাখি।

গাছেরাও বোঝে আহা শিশুদের আধো আধো কথা

শাখা আর পল্লবে বৃক্ষের সে কী আকুলতা!

শিশু হেসে উঠলেই জানালায় জোছ্‌নার টোকা

ঘাসফুল কাশফুল সব ফুল ফোটে থোকা থোকা।

নদীতে জোয়ার আসে শিশুদের হাসি কলতানে

শিশুদের রূপকথা নদী ও সাগরগুলো জানে।

চাঁদের আলোয় থাকে শিশুদের হাসি ঝিকিমিকি

শিশুর গল্পগুলো আকাশের চাঁদ জানে ঠিকই।

পৃথিবীটা হেসে ওঠে যখন একটা শিশু হাসে

আলোর ঝালরগুলো শিশুর হাসির সাথে আসে।

শিশুর হাসিতে আহা মুক্তোরা ঝরে রাশি রাশি

প্রকৃতি সবুজ হয় যদি থাকে শিশুদের হাসি।

শিশুদের হাসি আমি সব চেয়ে বেশি ভালোবাসি।

কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি,সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com সঙ্গে নিজের নাম-ঠিকানা ছবি দিতে ভুলো না!