ডাস্টবিনে ধারালো কিছু ফেললে কুকুরেরা কষ্ট পায়
নীলা হারুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Oct 2019 02:26 PM BdST Updated: 30 Oct 2019 02:40 PM BdST
-
কিন্তু খাবারের সঙ্গে থাকা কাচের টুকরাগুলো তাকে ব্যথা দেয় খুব। তার মুখ ও শরীর কেটে যায়। দুঃখী কুকুরছানাটি একাকী অসহায় বসে কাঁদতে থাকে।

একদিন এক মহিলা একটা মজাদার খাবার রান্না করলো

হঠাৎ হাত ফসকে খাবার পড়ে যায় এবং কাচের প্লেটটি ভেঙ্গে যায়

কাচসহ খাবারটি রাস্তার ধারের ময়লার বাক্সে ফেলে দেয়া হয়। এমন সময় এক ক্ষুধার্ত কুকুরছানা সেখান দিয়ে যাচ্ছিল।

কুকুরছানাটির নাকে এসে লাগে খাবারের সুগন্ধ

খুশি হয়ে লাফাতে লাফাতে সে ময়লার বাক্স থেকে খাবার খেতে চায়
এই লেখকের আরও লেখা
কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না! |
ট্যাগ :
সাম্প্রতিক খবর
সর্বাধিক পঠিত
- গল্প শোন বাঘের
- এ পি জে আবদুল কালামের ৩০টি অমিয় বাণী
- শিশুর হঠাৎ জ্বর, ওমিক্রন হলেও দুশ্চিন্তা নেই
- জালাল উদ্দিন রুমির ৩০টি অমিয় পংক্তি
- একটি ভূতের গল্প লেখার পরের ঘটনা
- টিকটিকির টিক্ টিক্
- শিশু খেতে চায় না, সত্যিই কি এটা কোন রোগ
- মানুষের মাংস পিঁপড়ার পছন্দ
- চারটি মজার গল্প
- শিশুর দেরিতে কথা বলা, কারণ ও করণীয়