আহনাফ তাহমিদ অর্ণবের আঁকা ছবি

বন্ধুরা, তোমাদের জন্য ছবি এঁকে পাঠিয়েছে পরশমনি ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থী আহনাফ তাহমিদ অর্ণব। নিজের ছোট্ট পরিচিতিও লিখে দিয়েছে সঙ্গে। তোমরাও তোমাদের আঁকা ছবিগুলো আজই পাঠিয়ে দাও।

কিডস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2019, 07:29 AM
Updated : 20 Oct 2019, 07:30 AM
জায়গাটা কি সুন্দর দেখেছো, এমন একটি ঘরে কার না থাকতে ইচ্ছে করে!
বৈদ্যুতিক তারে বসে আছে চারটি…। কি হবে, কাক! না অন্য কোনো পাখি!
সূর্যটা প্রতিদিন অস্ত যায়। এতে মন খারাপ করার কিচ্ছু নেই, সূর্য উদয় হয় প্রতিদিন
২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস
আহনাফ তাহমিদ অর্ণব, তৃতীয় শ্রেণি, পরশমনি ল্যাবরেটরি স্কুল, সেক্টর ৭, উত্তরা, ঢাকা
কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!