মা আমার দুঃখ-সুখের ঝুড়ি

তসলিম খাঁবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Jan 2019, 09:59 AM
Updated : 9 Jan 2019, 09:59 AM

মা যে আমার সাত রাজার ধন

মাকে নিয়ে কিছু কথা অনেক কিছুর পর

মায়ের মতন আর কী আছে

মা যে আমার নয়ন মনি ভিতর বাহির।

মায়ের কাছে স্বর্গ সুখ দিবা নিশি

স্নেহমাখা আদর বাকি তো সব পদতলে

মা যে চোখের মনি সুখের খনি

মাকে হারাই তো নিজেই হারাই অথৈই জলে।

মা আমার অনেক দুঃখ-সুখের ঝুড়ি

মাকে ছাড়া এই দুনিয়ার লাগে না তো ভালো

মায়ের আদর শাসন বেশ পেয়েছি

মাকে ছাড়া এই জীবনে নেই একটুও আলো।

মা তোমার মমতা আর চরম কষ্টেও

তুমি আছো মা তাই গরিব নই তো আমি

মাগো কষ্ট পেয়েছো কখনো কথায়

মা যে আমায় বিনা বেতনে হয়েছো দাসি।

বুঝে যাও মা তুমি নিমিষেই সবকিছু

তোমার কাছে নেই মা মিছে আশা-ভরসা

যার মা নেই এখন সেইও তো জানে

অকৃত্রিম স্বার্থহীন নির্লোভ মায়ের ভালবাসা।

কিডস পাতায় শিশু-কিশোররা লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!