হেমন্তের গান ও অন্যান্য ছড়া

দেবাশীষ দেববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Dec 2017, 08:00 AM
Updated : 10 Dec 2017, 09:13 AM

হেমন্তের গান

সোনালি ফসল বুকে নিয়ে আজ জেগেছে সোনার বিল

তার মাঝে আছে লুকিয়ে সুখের সুখবর অনাবিল।

এই হেমন্তে শোনায় ধানের গান

ডাকে যে খুশির বান।

কৃষকের বউ উদাস নয়নে তার

ফসলের মাঠে সোনালি স্বপ্ন দেখে ফেরে বারবার।

কৃষকের গান ফসল তোলার ঋণে

কষ্টগুলো সে ভুলে যেতে চায় এই নবান্ন দিনে।

এ যে হেমন্ত এ যে তার দিন ধান-সোঁদামাটি হাসে

দিনগুলো আজ কত সুখী সুখী আনন্দ নিয়ে আসে।

গোলা হবে ফের টইটম্বুর একটি বছর পরে

এল হেমন্ত এল বাংলায় হাসি আজ ঘরে ঘরে।

দেশ

কলমিলতা শাপলা শালুক

স্বপ্ন কত আঁকে

সবখানে যে মা’টা আমার স্বপ্ন হয়ে থাকে।

পালতোলা নাও শ্যামল দুকূল

নদীর কলতান

নিটোল ছন্দে শুনিয়ে যায়

আমার মায়ের গান।

সোঁদা মাটি ধুলোয় ভরা

আঁচলখানা মা’র

জড়িয়ে নেয় কী মমতায়

সন্তানকে তার।

পরির দেশে

খুকু যাবে পরির দেশে

ময়ূরপঙ্খী রথে

মেঘের দেশে উড়ে যাবে

নীল আকাশের পথে।

ঘুম পাড়াবে নীল পরিটা

খেলবে সারা দিন

তাদের সঙ্গে নাচবে খুকু

মন করবে রঙিন।

মুঠোয় মুঠোয় ফুল কুড়িয়ে

কাটিয়ে দেবে বেলা

জোনাক-জ্বলা রাতেই হবে

পরির সাথে খেলা।

জোনাকিদের সাথে খুকুর

কাটবে কেবল রাত

জ্যোৎস্না নিয়ে পরির দলও

আসবে অকস্মাৎ।

পরির ডানায় বসে খুকু

ছুটবে মেঘের দেশে

সাগর নদী পেরিয়ে যাবে

হাওয়ার নায়ে ভেসে।

টুনটুনির ছড়া

ছোট্ট পাখি টুনটুনি

খুকু বাজায় ঝুনঝুনি

খুকুর মাথায় পরিয়ে দিল

জন্মদিনের তাজ

ফুল-পাখিরা সবাই মিলে

করবে পালন আজ।

জন্মদিনের বাগানে আজ

ফুল-পাখিদের মেলা

খুকুর পড়া রইল তোলা

আজ যে শুধু খেলা।

টুনটুনি আজ খুকুর গলায়

পরিয়ে দেবে মালা

তাই বাগানে বসল সবাই

বিছিয়ে ফুলের ডালা।

লেখক ও সাংবাদিক দেবাশীষ দেবের ছড়ার বই ‘রোদমাখা দোর’। গদ্য লেখার পাশাপাশি তিনি ছোটদের জন্য লিখেন। তার প্রকাশিত বইয়ের সংখ্যা দশ।