জিরাফের কাছে ছয়টি জিজ্ঞাসা

জিরাফ হলো পৃথিবীর সবচেয়ে উঁচু প্রাণী। এমনকি তাদের একটা পা-ই মানুষের চেয়ে লম্বা, প্রায় ছয় ফিট।

মাজহার সরকারবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2017, 12:32 PM
Updated : 9 Nov 2017, 12:32 PM

আমরা আজ কথা বলবো একটা জিরাফের সঙ্গে। সে আমাদের জানাবে তার সম্পর্কে অনেক অজানা কথা। তাহলে চলো কথা বলি জিরাফ ভাইয়ের সঙ্গে-

১. আচ্ছা, প্রথমে বলো তোমার গলাটা এতো লম্বা হলো কী করে?

আমি তো জানি গাছের উঁচু উঁচু ডাল থেকে পাতা খেতে গিয়ে আমার গলাটা লম্বা হয়ে গেছে। কিন্তু বিজ্ঞানীরা বলে অন্য কথা। তারা বলে হাজার হাজার বছর ধরে জিনের মিউটেশন বা রূপান্তরের কারণে আমার গলা লম্বা হয়ে গেছে।

তোমার কথা শুনতে পাচ্ছি না, আরেকটু জোরে কথা বলো।

শুনবে কেমন করে! আমার গলার আওয়াজ ২০ হার্জের নিচে। তাই আমার কথা মানুষ শুনতে পায় না। কিন্তু আজ একটু জোরে কথা বলছি তোমাদের কিছু জানাবো বলে।

২. তুমি তো অনেক ধীরে ধীরে হাঁটো, কখনও দৌড়াদৌড়ি করতে ইচ্ছে করে না?

আমার গলাটা লম্বা বলে অনেক দূর থেকেও শত্রুদের দেখতে পাই। আমার শত্রু হলো সিংহ ও হায়েনা। বিপদে পড়লে আমি প্রতি ঘণ্টায় ৩৫ কিলোমিটার বেগে দৌড়াতে পারি।

৩. এবার বলো তুমি কী খেতে পছন্দ করো?

তোমরা বাচ্চারা তো খেতেই চাও না, আমি প্রায় সারাদিনই খাই। গাছের সবুজ পাতা আর কচি ডাল হলো আমার একমাত্র খাবার।  আমার প্রতিদিন প্রায় ৪৫ কেজি খাবার লাগে। বেশ কিছুদিন পর পর একবার পানি খাই।

৪. তুমি কখন, কীভাবে ঘুমাও?

তোমাদের মতো আমার তো বিছানা নেই, বালিশও নেই।  আমি প্রতিদিন পাঁচ থেকে ত্রিশ মিনিটের বেশি ঘুমাই না। জীবনের অধিকাংশ সময় দাঁড়িয়েই থাকি। ঘোড়ার মতো আমিও দাঁড়িয়ে ঘুমাতে পারি।

৫. তোমার গায়ে ছোপ ছোপ দাগ কীভাবে পেলে?

এগুলো তোমাদের হাতের রেখার মতোই। দুটো জিরাফের আঁকা বাঁকা দাগের মধ্যে মিল নেই। যেমন আমার ভাইয়ের সঙ্গেই আমার মিল নেই!

৬. আচ্ছা তোমার জিব কি অনেক বড়?

হ্যাঁ, প্রায় ২১ ইঞ্চি লম্বা জিব আমার। বড় ডাল থেকে টান মেরে পাতা খেতে ও কান পরিষ্কারের জন্য লম্বা জিভ ব্যবহার করি।

আচ্ছা ভাই, আজ যাই। ভালো থেকো।

তুমিও ভালো থেকো।