Published : 01 Aug 2022, 02:18 PM
মেঘের ছবি আঁকি
বৃষ্টি আমার ভালো লাগে
বৃষ্টি এলে ভিজতে ভালোবাসি
হাত বাড়িয়ে বৃষ্টিকে ছুঁই
ভিজতে ভিজতে প্রাণটি খুলে হাসি।
টিনের চালে বৃষ্টি পড়ে
মন হয়ে যায় কেমন যাযাবর
রুমঝুমঝুম শব্দ শুনি
বাজছে নূপুর হাসছে যেন ঘর।
মাথা দোলায় গাছের পাতা
আনন্দে আজ সবাই যে মশগুল
বৃষ্টি শোনার নিমন্ত্রণ আজ
সবাই এসো হয় না যেন ভুল।
খিচুড়ি আর ইলিশ ভাজায়
একটা দুপুর বৃষ্টি নিয়ে থাকি
আকাশে আজ মেঘে সেজেছে
মনের ঘরেও মেঘের ছবি আঁকি।
এক কিশোরের দিন
পড়তে বসলে, দুচোখ ভরা ঘুম
ঘুম পরীদের সদলবলে হানা
যতোই বলছি পরীক্ষা এই এলো
ঘুম শুনেই না আমার কোন মানা।
মা তো বকেন, বড়দাও খুব বকে
টিটকিরি দেয় বড়দি খালি কষে
ঘোড়ার মতোই ঘুমাই নাকি আমি
ঘোড়াটা দাঁড়ায়, আমি ঘুমাই বসে।
তোমরাই বলো দোষটা একা আমার?
ঘুমটার কোন দোষ নেই এ কাজে
ইসকুলে যাই, ব্যাচের সাথে পড়ি
স্যারও আসেন সকাল কিংবা সাঁঝে।
পড়ালেখা আছে, ড্রইং স্যার, গান
খেলাধুলা সব স্বপ্নেই আসে শুধু
জীবনটা মানে ইস্কুল স্যার পড়া
জীবনটা মানে মরুভূমির ধু ধু।
ঘুম আসবে না আসবে তবে কারা?
এই আমি এক আস্ত রোবট বুঝি?
রোবটের মতো দিনরাত তো কাটাই
এক কিশোরের দিনটা শুধু খুঁজি।
উড়বো আকাশ নীলে
মেঘেদের ডানা ধার নিয়ে আমি উড়ি
পাহাড় সাগর বন বনানীতে ঘুরি
আকাশ পথেই আমার যাওয়া আসা
মেঘের রাজ্যেই আমার কাঁদা ও হাসা।
তুমি চেয়েছিলে উড়তে আমার সাথে
সকাল দুপুর রূপালি আলোর রাতে
দিনের সুরুজ রাতের তারার আলো
দিনের সবুজ অমা রাতটার কালো।
আচ্ছা ঠিক আছে আরও দুটি ডানা পাই
তখন উড়তে ঝামেলা কিছুই নাই
আর দুটো দিন অপেক্ষায় থাকো তুমি
বন্ধু আমার প্রিয়তম ঝুমঝুমি।
একসাথে ডানা মেলবো আকাশ নীলে
উড়বো দুজন মেঘদের সাথে মিলে।