তন্ময় শেখের প্রচ্ছদ ও অলঙ্করণে বইটি প্রকাশ করেছে পাঞ্জেরি পাবলিকেশন্স।
Published : 22 Feb 2025, 12:49 PM
শিবলু হতবাক। ও দেখে চার-পাঁচ হাত লম্বা হাত নিয়ে সাদা একটি অদ্ভুত প্রাণী গাবগাছ থেকে নেমে আসছে। হাতগুলোই প্রথমে চোখে পড়ল শিবলুর। সামনের দুটি হাত সামনের দিকে বাড়ানো আর পেছনের হাতগুলো ওপরের দিকে খাড়া।
খাড়া হয়ে হাতগুলো কোথায় গেছে তা আর দেখতে পায় না শিবলু। প্রথমে ও খুব ভয় পেয়ে গেল। কিন্তু লেপের ফাঁক গলিয়ে দেখতে লাগল সাদা ভূতটা কী করে, কোথায় যায়। শিবলু অবাক হয়ে দেখল ভূতটা ধীরে ধীরে জানালার দিকেই আসছে।
শিবলু চতুর্থ শ্রেণিতে পড়ে। যখন পড়তে শুরু করেছিল তখন ভালোই লাগত। ওয়ান আর টু পাশ করেছে ভালোভাবেই। তৃতীয় শ্রেণিতে এসে কী হলো শিবলুর, পড়তে আর ভালো লাগে না। দুষ্টুমি করে সময় কাটায় তা-ও না। মা সারাক্ষণ বকে। বাবাও বকে।
একবার পরীক্ষার ফল খারাপ হওয়ার পর তো শিবলুদের ছোট সংসারের শান্তিই নষ্ট হয়ে গেল। শিবলুর মায়ের অবস্থা এমন হলো যে মরে গেলেই বাঁচে, আর ওর বাবাও হতাশ। ভাবে, এই ছেলেকে দিয়ে কোনোকিছু হবে না। এমন অবস্থায় কিনা শিবলু পড়লো সাদা ভূতের খপ্পরে!
পাঠক হয়তো ভাবছেন, সাদা ভূতটা কী চায়? এ সবকিছু একটু একটু করে খোলাসা হবে, জানা যাবে ‘সাদা ভূতের টিউটোরিয়াল’ বইটি পড়লে। এটি লিখেছেন গবেষক, প্রাবন্ধিক ও শিশুসাহিত্যিক সরকার আবদুল মান্নান।
মজায়, চমকে, রহস্যে ভরপুর এ বইটিতে রয়েছে মোট চারটি গল্প। এগুলো হল- ‘সাদা ভূতের টিউটোরিয়াল’, ‘নিপু একদিন ভূত হয়েছিল’, ‘পরিদের দেশে হাজেরা আপু’ ও ‘ভূত চাষ’।
এর মধ্যে আছে তিনটি ভূতের আর একটি পরির গল্প। ছোট্ট এ গল্পগ্রন্থটি একটু পাঁচমিশেলি ধরনের হলেও সবগুলো গল্পের স্বাদ আলাদা। বিষয়বস্তু ও মেজাজ একই সঙ্গে মজার ও কৌতূহলোদ্দীপক। গল্পগুলো লেখকের কল্পনাপ্রসূত। সেগুলো মূল থেকে ডালপালা ছড়িয়ে বাস্তব জগৎ পার হয়ে কল্পনার জগতে পৌঁছে যায়। পরক্ষণেই অ্যাবাউটটার্ন করে আবার বাস্তবে ফিরে আসে।
‘সাদা ভূতের টিউটোরিয়াল’ গল্পটিতে ভালো ভূতের কথা উল্লেখ করে বলা হয়েছে ভালো ভূত ভালো মানুষের উপকার করে। অন্যসব ভূতের গল্প বাদে পরিদের দেশে হাজেরা আপু গল্পটিতেও রূপকথার গল্পের মতো গল্পের চরিত্ররা বোকামি করলে তাদের বুদ্ধি খুলে দেওয়া হয়। দোষ করলে সাজা পায় ও স্বভাব শুধরালে ক্ষমা পায়, তার ওপর দুখীজনও সুখী হয়।
‘সাদা ভূতের টিউটোরিয়াল’ যারা বয়সে কিংবা মনে মনে শিশু- তাদের জন্য। বইটি প্রকাশ করেছে পাঞ্জেরি পাবলিকেশন্স। দশ বছরের বেশি বয়সী শিশু-কিশোরদের জন্য লেখা এ বইটির প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন তন্ময় শেখ। মুদ্রিত মূল্য ২৫০ টাকা।