"বাপ মা বয়া (বসে) থাকে। অহন আমিই সংসার চালাই।"
Published : 22 Jan 2023, 05:49 PM
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে নৌকা চালিয়ে পরিবারের খরচ চালায় কাজী নজরুল ইসলাম নামের এক কিশোর।
সম্প্রতি দুর্গাপুরে ঘুরতে যেয়ে ১৭ বছর বয়সী এই কিশোরের সঙ্গে কথা বলে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
কথা বলে জানা যায়, সোমেশ্বরী নদীতে দুই বছর ধরে নৌকা চালায় নজরুল। স্থানীয় রানীকং স্কুলে চতুর্থ শ্রেণি পর্যন্ত লেখাপড়া করলেও সংসার চালানোর ফেরে সেটা বন্ধ হয়ে যায় তার। পরিবারে তার মা-বাবা ছাড়াও ভাই ও দুই বোন রয়েছে। বাবার ইচ্ছেতেই সে নৌকা চালায় বলে হ্যালোকে জানাল। এছাড়া মাঝে মাঝে বালু ও কয়লা তোলার কাজও করে নজরুল।
সে বলে, “কাজ করতে না হলে পড়াশোনা চালিয়ে যেতাম। এই কাজ করতে বাবা পাঠিয়েছে। বাবা না বললেও আসি। কয়লা তুলি। কাম (কাজ) করে খাই।"
নজরুল পড়াশোনা না করার কারণ জানতে চাইলে আক্ষেপের সুরে বলে, "বাপ মা বয়া (বসে) থাকে। অহন আমিই সংসার চালাই।"
সে আরো বলে, “পড়াশোনা করতে ইচ্ছে করলেও করি না।”
জেলার সুসং দুর্গাপুরের বিজিবি ক্যাম্পের দক্ষিণ পূর্ব পাশে সোমেশ্বরী নদীর ঘাটে গেলেই দেখা যায় তাকে। বড় মাঝিদের চেয়ে তুলনামূলক কম টাকাতেই তার নৌকা ভ্রমণ করা যায়।
ময়মনসিংহের মুক্তাগাছা থেকে ঘুরতে আসা নজরুলের নৌকার যাত্রী স্বপন মিয়া বলেন, "ও শিশু কিন্তু হয়তো অভাব-অনটনে পড়ে কাজ করতাছে। গার্ডিয়ানের চাপেও করতে পারে৷"
নজরুল নৌকা চালিয়ে প্রতিদিন পাঁচশত থেকে ছয়শত টাকা আয় করে। কখনো ভালো লাগলে পর্যটকরা বকশিশও দেয় বলে জানায় সে।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: নেত্রকোণা।