মৃত্যু হয়েছে আরও ছয়জনের।
Published : 05 Nov 2024, 09:35 PM
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৩৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, যা এ বছরের সর্বোচ্চ।
এর আগে নিকটতম ১৩১২ জন রোগী ভর্তি হয়েছিল গেল ২৯ অক্টোবর।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৭ হাজার ১৩৮ জন।
এদিন ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। তাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২৬ জনে।
মঙ্গলবার ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৫০৭ জন, ঢাকা বিভাগে ৩৬৮ জন, ময়মনসিংহে ৩৯ জন, চট্টগ্রামে ১৪৪ জন, খুলনায় ১৩৫ জন, রাজশাহী বিভাগে ২৮ জন, রংপুর বিভাগে ২৭ জন, বরিশাল বিভাগে ১২২ জন রোগী ভর্তি হয়েছে। গত একদিনে সিলেট বিভাগের হাসপাতালে কোনো রোগী ভর্তি হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার যারা মারা গেছেন, তাদের মধ্যে দুইজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এছাড়া ঢাকা, চট্টগ্রাম, বরিশাল বিভাগ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন করে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, মঙ্গলবার পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৬২ হাজার ৬১০ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৪২০২ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৮৯৭ জন; আর ২৩০৫ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।
এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৪০ হাজার ৮৫৩ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছে ২৬ হাজার ২৮৫ জন।
এ বছর সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ জন রোগী ভর্তি হয়েছে অক্টোবর মাসে, মৃত্যু হয়েছে ১৩৪ জনের।
নভেম্বরের প্রথম পাঁচ দিনে ৫৩২১ জন রোগী ভর্তি হয়েছে, মৃত্যু হয়েছে ২৯ জনের।
জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারি মাসে হাসপাতালে ভর্তি হয় ৩৩৯ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের। মার্চ মাসে আক্রান্ত হয়েছেন ৩১১ জন; যাদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। এপ্রিল মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০৪ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে দুইজনের। মে মাসে ৬৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ১২ জনের। জুন মাসে ৭৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ৮ জনের।
জুলাই মাসে ২৬৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়, তাদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়। অগাস্টে ৬৫২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল, যাদের মধ্যে ২৭ জনের মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।