নতুন বছরের প্রথম দুই দিনে ডেঙ্গু নিয়ে ১৪২ জন হাসপাতালে ভর্তি হলেন।
Published : 02 Jan 2025, 09:57 PM
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, এ সময়ে কারও মৃত্যুর খবর আসেনি।
এ নিয়ে ডেঙ্গুতে নতুন বছরের প্রথম দুই দিনে ১৪২ জন হাসপাতালে ভর্তি হলেন। মৃতু্য হয়নি কারও।
স্বাস্থ্য অধিদপ্তর বৃহস্পতিবার জানিয়েছে, নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৩৫ জন, ঢাকা বিভাগে পাঁচজন, ময়মনসিংহ বিভাগে একজন, চট্টগ্রাম বিভাগে পাঁচ জন, খুলনা বিভাগে ছয়জন, রাজশাহী বিভাগে একজন এবং বরিশাল বিভাগে তিনজন ভর্তি হয়েছেন।
গত বছরের শেষে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৮৭ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ২১৯ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে রয়েছেন ২৬৮ জন।
দেশে গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে মারা যান ৫৭৫ জন। দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির এই সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। আর মৃত্যুর হিসাবে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু।
বছরের প্রথম দিন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ৮৬ রোগী
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
২০২২ সালে সারাদেশে ১ লাখ এক হাজার ৩৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়, যা বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ।