‘তাজ ডিভাইডেড বাই ব্লাড’ সিরিজে সুফি সাধকের ভূমিকায় আসছেন এই বলিউড তারকা।
Published : 15 Feb 2023, 09:44 PM
বলিউডের এক সময়ের ‘ড্যাশিং হিরো’ আসছেন এক ওয়েব সিরিজে, আর সেখানে তাকে এমন চরিত্রে দেখা যাবে, যা আগে কখনও দেখা যায়নি।
‘তাজ ডিভাইডেড বাই ব্লাড’ সিরিজে ধর্মেন্দ্রর লুক বুধবার প্রকাশ হওয়ার পর ভক্তদের অনেকে বিস্মিত হয়েছেন।
ধর্মেন্দ্র তার এই লুক টুইটারে প্রকাশ করেন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। তার ক্যাপশনে লিখেছেন, “বন্ধুগণ, আমি শেখ সেলিম চিশতির চরিত্রে অভিনয় করছি তাজ সিরিজে। উনি একজন সুফি সাধক ছিলেন। একটি ছোট, কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্র।”
ছবিতে ৮৭ বছর বয়সী ধর্মেন্দ্রকে লাল জোব্বা, নীল কালো শাল, লম্বা দাড়িতে সাধকের মতোই দেখাচ্ছিল।
Friends, i am playing Shaikh Slim Chishti ….a sufi saint, in film Taaj. A small but an important role………need your good wishes ???? pic.twitter.com/IQpAoaS67y
— Dharmendra Deol (@aapkadharam) February 15, 2023
তার ছবির নিচে জমেছে অনেক মন্তব্য। এক ভক্ত লিখেছেন, “তিনি আমাদের ইতিহাসের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন এবং একজন সত্যিকারের সাধু ছিলেন। আমি তাকে রুপালি পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।”
অন্য একজন লিখেছেন, “দারুণ! আপনার চোখগুলি আকর্ষণীয় দেখাচ্ছে। বরাবরের মতোই দুর্দান্ত দেখাচ্ছে।”
মুঘল সাম্রাজ্যের কাহিনিনির্ভর সিরিজটিতে ধর্মেন্দ্র ছাড়াও অভিনয় করছেন বেশ কয়েকজন তারকা অভিনয়শিল্পী। সম্রাট আকবর চরিত্রে দেখা যাবে নাসিরুদ্দিন শাহকে। অদিতি রাও হায়দারি অভিনয় করবেন আনারকলির চরিত্রে, শাহজাদা সেলিমের চরিত্র রূপায়ন করবেন অসীম গুলাটি।
ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে আসছে এই সিরিজ।