বায়োপিকে ‘পারভীন ববি’ হবেন উর্বশী

বলিউডের ‘ফ্যাশন আইকন’ হিসাবে আজও বিবেচিত হন পারভীন ববি।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2023, 05:14 PM
Updated : 4 June 2023, 05:14 PM

এবারের কান চলচ্চিত্র উৎসব ও আইফা অ্যাওয়ার্ডে নজরকড়া উপস্থিতির পর নতুন খবর নিয়ে এলেন ভারতীয় অভিনেত্রী উর্বশী রাউতেলা। তা হচ্ছে, বলিউডের প্রয়াত অভিনেত্রী পারভীন ববির বায়োপিকে দেখা যাবে তাকে।

রোববার উর্বশী নিজেই ইনস্টাগ্রাম চিত্রনাট্যের ছবি শেয়ার করে বায়োপিকের ঘোষণা দেন বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।

তিনি ক্যাপশনে লিখেছেন, “বলিউড ব্যর্থ হয়েছে, কিন্তু আমি আপনাকে গর্বিত করব পারভীন। নতুন শুরুর জাদুতে বিশ্বাস রাখুন।”

জানা গেছে, ধীরজ মিশ্রের লেখা চিত্রনাট্যে এই সিনেমা পরিচালনার দায়িত্বে থাকবেন ওয়াসিম এস খান ।

ভারতের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী পারভিন ববি সমস্যামুখর জীবন পেরিয়ে ২০০৫ সালের ২০ জানুয়ারি মুম্বাইয়ে নিজের ফ্ল্যাটে মারা যান।

১৯৭৩ সালে ক্রিকেটার সেলিম দুরানির বিপরীতে ‘চরিত্র’ সিনেমার মধ্যদিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন পারভিন ববি। সিনেমাটি বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারেনি। পরের বছর অমিতাভ বচ্চন অভিনীত সিনেমা ‘মজবুর’ এ প্রথম নজর কাড়েন তিনি। এরপর অনেক ব্যবসাসফল সিনেমা আসে তার।

বলিউডের চেনা ভাবমূর্তির বাইরে বেরিয়ে সাহসী নারী চরিত্রে অভিনয় করেছিলেন পারভীন। তিনি ছিলেন প্রথম বলিউড তারকা, যাকে ১৯৭৬ সালের জুলাইয়ে টাইম পত্রিকার প্রথম পৃষ্ঠায় দেখা যায়। আজও বলিউডের ‘ফ্যাশন আইকন’ হিসাবে বিবেচিত হন পারভীন ববি।