১৯৫৬ সালের ৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন সব্যসাচী চক্রবর্তী।
Published : 11 Feb 2024, 08:41 AM
সৌমিত্র চট্টোপাধ্যায়ের পর বাঙালির মনে ‘ফেলুদা’ হয়ে বাস করছেন যিনি, সেই বর্ষীয়ান অভিনেতা সব্যসাচী চক্রবর্তী ৬৭ বছর পূর্ণ করলেন শুক্রবার। জন্মদিন উপলক্ষে তার শৈশবের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে এ অভিনেতাকে শুভেচ্ছা জানিয়েছেন তার ছেলে গৌরব চক্রবর্তী।
পুরনো ওই ছবিতে বাবা সব্যসাচীর সঙ্গে ভিসিআর ঠিক করছিলেন গৌরব; বয়স বড়জোর দেড় কী দুই হবে। পাশেই বসে থাকা বাবা চোখে চশমা এঁটে ছেলেকে কিছু একটা দেখাচ্ছেন।
ছবিটি শেয়ার করে গৌরব লিখেছেন, “ভিসিআর ঠিক করা থেকে কম্পিউটার অ্যাসেম্বল করে বড় হয়ে উঠেছি আমি। আমার বাবা আমায় শিখিয়েছেন, কিছু ভেঙে ফেললে তাতে লজ্জার কিছু নেই। কিন্তু সেটা ঠিক না করতে পারা লজ্জার। শুভ জন্মদিন বাবা। সবসময় আমায় সঠিক পথ দেখানোর জন্য ধন্যবাদ।”
১৯৫৬ সালের ৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন সব্যসাচী চক্রবর্তী। বাঙালি তাকে মূলত অন্যতম সেরা ফেলুদা হিসেবেই চেনেন। যদিও বয়স হয়ে যাওয়ার কারণে আজকাল বেছে অভিনয় করতে হয় তাকে। তবে আগামীতে তিনি ছোট ছেলে অর্জুন চক্রবর্তীর সঙ্গে শুভ্রজিৎ মিত্রের ‘দেবী চৌধুরানী’তে কাজ করবেন।
সংবাদসূত্র: হিন্দুস্তান টাইমস
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)