উত্ত্যক্তকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে ‘বিটিএস’

ইতোমধ্যে বেশ কয়েকটি মামলা হয়েছে।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2023, 10:24 AM
Updated : 7 Nov 2023, 10:24 AM

কোরিয়ার ব্যান্ড দল ‘বিটিএস’-এর শিল্পীদের নিয়ে সোশাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য করলে কিংবা তাদের বাড়িতে কোনো রকম ‘অপ্রীতিকর বস্তু’ পাঠালে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সতর্ক করেছে এর এজেন্সি 'বিগহিট মিউজিক।

এক দীর্ঘ বিবৃতিতে এ কোম্পানি জানিয়েছে, তারা সেইসব ভক্তদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছে, যারা শিল্পীদের অনবরত মেইল পাঠানোর পাশাপাশি তাদের বাড়িতে নানা ধরনের বিপদজনক সামগ্রী পাঠিয়ে আসছে।

বিগহিট মিউজিক বলেছে, “মানহানি, ব্যক্তিগত আক্রমণ, যৌন হয়রানি, ভিত্তিহীন গুজব ছড়ানো, উদ্দেশ্যমূলক সমালোচনার মত কাজে যারা জড়িত, তাদের বিরুদ্ধে নিয়মিতভাবে আইনি ব্যবস্থা নেওয়া শুরু করেছে আমাদের কোম্পানি।”

এরকম ঘটনায় গত তিনমাসে বেশ কয়েকটি মামলা করার কথা জানিয়ে বিটিএস এর এজেন্সি বলছে, ভক্তরা এ ধরনের ঘটনার অনেক তথ্যপ্রমাণ দিচ্ছেন, তারা নিজের উদ্যোগেও প্রমাণ সংগ্রহ করছেন আইনি ব্যবস্থা নেওয়ার জন্য।

“বিশেষ করে, আমরা এমন ব্যক্তিদের সম্পর্কে প্রমাণ সংগ্রহ করেছি, যারা বারবার শিল্পীদের মেইল করছেন বা তাদের বাড়িতে নানা ধরনের সামগ্রী পাঠাচ্ছেন। এমনকি শিল্পীদের পরিবারের ক্ষতিও করেছেন। উত্ত্যক্ত করার অভিযোগে তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়েছে। আমাদের শিল্পীদের ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা ক্ষুণ্ন করে– এমন যে কোনো অপরাধের ক্ষেত্রে আমরা আপসহীন।” সংবাদ সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)