‘অনুপ্রবেশকারীদের’ গুলি করার হুমকি কঙ্গনার

কঙ্গনার বাড়ির সামনে নোটিসে লেখা: “অনু্প্রবেশকারীদের ঢোকা নিষেধ, অমান্য করলে গুলি করা হবে! বেঁচে গেলে দ্বিতীয়বার গুলি করা হবে।”

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2023, 02:49 PM
Updated : 17 March 2023, 02:49 PM

সংবাদ মাধ্যমে কথা বলার সময় কোনো রাখ-ঢাক না রাখা অভিনেত্রী কঙ্গনা রানাউতকে নিয়ে ফের আলোচনা জমেছে বলিউডে। বাড়ির সামনে ‘অনুপ্রবেশকারীদের গুলি করা হবে’ লেখা নোটিস টাঙিয়ে নিজেই বিতর্ক উসকে দিয়েছেন তিনি।

সম্প্রতি তার মুম্বাইয়ের বাড়িতে অনুপ্রবেশকারীদের উদ্দেশে একটি নোটিস লাগিয়ে তাতে তিনি লেখেন, “অনু্প্রবেশকারীদের ঢোকা নিষেধ, অমান্য করলে গুলি করা হবে! বেঁচে গেলে দ্বিতীয়বার গুলি করা হবে।”

ইন্ডিয়া টিভি জানিয়েছে, সম্প্রতি তার মুম্বাইয়ের বাড়িতে যান কঙ্গনা। তাঞ্জোর পেইন্টিংয়ে সজ্জিত সেই বাড়ির বসার ঘর থেকে একটি ভিডিও ক্লিপ ইনস্টাগ্রামে শেয়ার করেন তিনি।

ভিডিওতে মাউন্টেন চেকস-এর সঙ্গে যে তাঞ্জোর পেইন্টিং উঠে এসেছে এর পুরোটাই আবেগ দিয়ে তিনি নিজে তৈরি করেছেন বলে ক্যাপশনে লিখেছেন এই অভিনেত্রী।

বাড়ির ভিডিও শেয়ার করে কঙ্গনা লিখেছেন, প্রতিটা বাড়ি নিয়েই তার স্পষ্ট আবেগ রয়েছে। নিজের হাতে সব কিছু করার থেকে ভালো কিছু আর হয় না।

এদিকে বৌদি রিতু রানাউতের শেয়ার করা একটি ভিডিও পুনরায় শেয়ার করেন কঙ্গনা। আর ওই ভিডিওতে আকর্ষণীয় পেইন্টিংয়ের বাইরে দর্শকদের চোখ ঠেকে বাড়ির সামনে সেই নোটিসে। তাতেই সোশাল মিডিয়ায় শুরু হয় ঝড়।

মানালিতে একটি ম্যানশনও আছে কঙ্গনার। ওই ম্যানশনের ডিজাইনার অবশ্য শবনম গুপ্তা, যিনি আলিয়া ভাট, রণবীর কাপুর, মিনি মাথুর ও প্রয়াত ইরফান খানের মত তারকাদের সঙ্গে কাজ করেছেন।

এ বছর ২০ অক্টোবরে নিজের প্রযোজিত ও পরিচালিত সিনেমা ‘ইমার্জেন্সি’র মুক্তির তারিখ ঘোষণা করেছিলেন কঙ্গনা। প্রযোজনার পাশাপাশি এ সিনেমায় অভিনয় ও পরিচালনা করছেন তিনি। সেখানে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় তাকে দেখা যাবে। 

এদিকে একই দিনে অমিতাভ বচ্চন ও টাইগার শ্রফ অভিনীত সিনেমা ‘গণপত’ মুক্তি দেওয়ার কথা রয়েছে। এ নিয়ে এর আগে তাদেরকে ‘মাফিয়া’ বলে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি।

আরও পড়ুন-

Also Read: কঙ্গনার আক্রমণের তীর এবার অমিতাভের দিকে