হৃত্বিক রোশান ও দীপিকা পাডুকোন অভিনীত অ্যাকশন নির্ভর ছবিটি শুক্রবার ভারতসহ বিশ্বজুড়ে মুক্তি দেওয়ার সূচি রয়েছে।
Published : 25 Jan 2024, 06:44 PM
ভাষার মাস ফেব্রুয়ারিতে হিন্দি সিনেমা প্রদর্শন না করতে সম্মিলিত চলচ্চিত্র পরিষদের আহ্বানে সাড়া দিয়ে বলিউডের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি দেওয়া হচ্ছে না ‘ফাইটার’।
সম্মিলিত চলচ্চিত্র পরিষদের এ বিষয়ক চিঠির প্রেক্ষিতে বৃহস্পতিবার বাংলাদেশে সিনেমাটির মুক্তি বাতিল করার কথা জানিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশান কাট এন্টারটেইনমেন্ট।
ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধের ঘটনাকে কেন্দ্র করে বানানো হৃত্বিক রোশান ও দীপিকা পাডুকোন অভিনীত অ্যাকশন নির্ভর ছবিটি শুক্রবার ভারতসহ বিশ্বজুড়ে মুক্তি দেওয়ার সূচি রয়েছে।
একই দিনে বাংলাদেশের দর্শকদের জন্য সিনেমাটি প্রদর্শনের জন্য আমদানি করতে তথ্য মন্ত্রণালয় থেকে ছাড়পত্রও নেওয়া হয়। পরে সেন্সরবোর্ডে ছাড়পত্রের জন্য জমাও দেওয়া হয়েছিল বলে জানান অ্যাকশান কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন।
তবে বুধবার সম্মিলিত চলচ্চিত্র পরিষদের চিঠির পর সিনেমাটির বাংলাদেশে মুক্তি স্থগিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “ভাষার মাসে হিন্দি সিনেমা প্রদর্শন না করতে সম্মিলিত চলচ্চিত্র পরিষদ আমাকে চিঠি দিয়েছে।
“ভাষার মাসে যদি না প্রদর্শন করি, তাহলে জানুয়ারি মাসে হাতে থাকে ছয় দিন। এ ছয় দিনের জন্য তো বলিউডের প্রযোজক আমাকে সিনেমা দেবে না। এজন্য সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে না।"
ভাষার মাসে হিন্দি সিনেমা প্রদর্শন না করার আহবান জানিয়ে সম্মিলিত চলচ্চিত্র পরিষদের চিঠিতে বলা হয়, “আপনার আবেদনের প্রেক্ষিতে ভারতীয় হিন্দি ছবি ‘ফাইটার’ আমদানি করে আগামি ১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত (ভাষার মাসে) প্রদর্শন না করে তার পূর্বে কিংবা পরে মুক্তিদানের অঙ্গীকার করে একটি অঙ্গীকারনামা আমাদের সম্মিলিত চলচ্চিত্র পরিষদ অনুকূলে জমা দেওয়ার বিশেষ অনুরোধ করছি।”
বাংলাদেশে ২০২৩ সালে ভারতীয় সিনেমা আমদানির অনুমতি দেওয়া হলে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট বলিউডের 'পাঠান', 'জওয়ান', 'অ্যানিমেল' ও 'ডানকি' আমদানি করে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দিয়েছিল।
ভাষার মাসে হিন্দি সিনেমা মুক্তিতে সরকারের কোনো নিষেধাজ্ঞা রয়েছে কি না জানতে চাইলে অনন্য মামুন বলেন, "দুই ঈদে, দুর্গা পূজা ছাড়া সারা বছরই হিন্দি সিনেমা মুক্তি দেওয়াতে কোনো বাধা নেই। কিন্তু সম্মিলিত চলচ্চিত্র পরিষদ যেহেতু আপত্তি তুলেছে, আমরা মুক্তি দিচ্ছি না।"
তবে হটাৎ এ আপত্তি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, "ভাষার মাসে মুক্তি না দিতে পারলে পরে তো শোকের মাস, স্বাধীনতার মাস-এমন নানা অজুহাতে ভারতীয় সিনেমা মুক্তি দিতে দেওয়া হবে না। ভারতীয় সিনেমা আমদানির অনুমতি দিয়ে তাহলে কী লাভ হলো?"
'ফাইটার' সিনেমায় প্রথমবার জুটি হিসেবে পর্দায় আসছেন হৃত্বিক-দীপিকা। আরও আছেন করণ সিং গ্রোভার, অক্ষয় ওবেরয়।
২০১৯ সালে ভারতের বিমানবাহিনীর যুদ্ধ নিয়ে ‘ফাইটার’ এর গল্প সাজিয়েছেন সিদ্ধার্থ আনন্দ। এটি হৃত্বিককে নিয়ে তার দ্বিতীয় সিনেমা। এর আগে এ অভিনেতাকে নিয়ে করেছিলেন ‘ওয়ার’।
অক্টোবরে সিনেমার শুটিং শেষ হওয়ার আগে ও পরে এটির টিজার প্রকাশ করা হয়েছে।
বলিউডের প্রথম এরিয়াল অ্যাকশন সিনেমা হতে চলেছে ‘ফাইটার’। চলতি বছর ভারতের ৭৭তম স্বাধীনতা দিবসে মুক্তি পায় ‘ফাইটার’ এর প্রথম টিজার; যেখানে পুরোদস্তুর অ্যাকশন অবতারে উপস্থিত হয়েছেন হৃত্বিক, দীপিকা ও অনিল কাপুর।
ফাইটারই প্রথম বলিউড সিনেমা যেখানে আকাশে মারপিট হবে বলে ভারতীয় সংবাদমাধ্যমে খবর এসেছে।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিনেমায় একাধিক এরিয়াল স্টান্টও দেখতে পাবেন দর্শক। ‘ফাইটার’ প্রযোজনা করেছে ভায়াকম ১৮ মোশন পিকচার্স।